অমৃতা চন্দ,কোচবিহারঃ
ছাত্রছাত্রীদের সুবিধার্থে কলেজের সেমিস্টার ফি কমানোর দাবিতে বাম ছাত্র সংগঠনগুলোর পাশাপাশি এবার আন্দোলনে নামল সাধারন ছাত্র-ছাত্রীরা। সেমিস্টার ফি কমানোর দাবির পাশাপাশি ছাত্র-ছাত্রীদের নিরাপত্তাসহ একাধিক দাবিতে কলেজের শিক্ষকদের ঘরের সামনেই বুধবার অবস্থান-বিক্ষোভ শুরু করল কলেজের বিভিন্ন বর্ষের সাধারণ ছাত্র ছাত্রীরা।
এদিন বেলা সাড়ে এগারোটা নাগাদ সাধারণ ছাত্র ছাত্রীরা অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে সামিল হলে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে।
এদিন কলেজে সাধারণ ছাত্রছাত্রীরা সেমিস্টার ফি কমানোর দাবিতে আন্দোলন শুরু করলেও অবস্থান-বিক্ষোভ আন্দোলনের খবর পেয়ে পুলিশ সেখানে ছুটে যায়।
এসএফআইয়ের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শুভ্রালোক দাস, বলেন দিনহাটা কলেজের সেমিস্টার ফি কমানোর দাবিতে তারা আন্দোলন করে আসছেন।
একই দাবিতে সাধারন ছাত্রছাত্রীরা অবস্থান আন্দোলনে নামেন। এই ছাত্র নেতা বলেন সেমিস্টার ফি কমানোর জন্য তারা আন্দোলন করে এলেও দিনহাটা কলেজ কর্তৃপক্ষ এই নিয়ে উদাসীন। সেমিস্টার ফি কমানোর দাবি ছাড়াও কলেজ ক্যাম্পাসে ছাত্র ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে তারা সরব হন।এর বিরুদ্ধেও তারা আন্দোলন গড়ে তুলবেন।
আরও পড়ুনঃ বর্ধমানে সিএএ-র সমর্থনে বিজেপির পদযাত্রায় আলুওয়ালিয়া
এদিন অবস্থান-বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারী ছাত্রছাত্রীদের আব্দুল মালেক পাটোয়ারী , সঞ্জীব করমকার বলেন দিনহাটা কলেজের সেমিস্টার ফি কমানোর দাবিতে তারা বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন। কর্তৃপক্ষ এ নিয়ে কোনো রকম উদ্যোগ না নেওয়ায় এদিন ছাত্র-ছাত্রীরা ফের অনির্দিষ্টকালের অবস্থান বিক্ষোভ আন্দোলনে নামেন।
গত ২৭ শে জানুয়ারী একই দাবিতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের ঘরের সামনে অবস্থান শুরু হলে সেসময় কলেজ কর্তৃপক্ষের আশ্বাসে তারা আন্দোলন থেকে সরে দাড়ান। কিন্তু সেমিস্টার ফি কমানোর কোন উদ্যোগ না থাকায় তারা এদিন কলেজের শিক্ষকদের ঘরের সামনে কোন রকম রাজনৈতিক ব্যানারে আন্দোলন না করে ছাত্র-ছাত্রীরা যৌথভাবে আন্দোলনে শামিল হয়।
তিনি বলেন দীর্ঘদিন ধরে দিনহাটা কলেজের সেমিস্টার ফি অতিরিক্ত নেওয়া হয়। এর বিরুদ্ধে ছাত্র ছাত্রীরা আন্দোলন করে আসছিল। সাধারণ ছাত্র ছাত্রীরা অরাজনৈতিকভাবে এই সেমিস্টার ফি কমানোর দাবিতে আন্দোলন শুরু করেন। যতক্ষণ পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ সেমিস্টার ফি না কমাবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দেন।
আরও পড়ুনঃ কোচবিহারে ধূমধামের সাথে পূজিত হল সাইবাবার পূজা
এসএফআইয়ের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শুভ্রালোক দাস দিনহাটা কলেজে সেমিস্টার ফি কমানোর দাবিতে তারা আন্দোলন করে আসছেন। এই ছাত্র নেতা বলেন সেমিস্টার ফি কমানোর জন্য তারা আন্দোলন করে এলেও দিনহাটা কলেজ কর্তৃপক্ষ এই নিয়ে উদাসীন।
সেমিস্টার ফি কমানোর দাবি ছাড়াও কলেজ ক্যাম্পাসে ছাত্র ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে তারা সরব হন ছাত্রছাত্রীরা । উল্লেখ্য একই দাবিতে দিনহাটার মহকুমা শাসকের বিক্ষোভ ও ডেপুটেশন দেন রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠনের নামে দিনহাটা মহাবিদ্যালয় সংগ্রামী ছাত্রছাত্রী ঐক্য মঞ্চ নামে একটি সংগঠন।
দিনহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ না থাকায় ভারপ্রাপ্ত শিক্ষক দেবাশীষ দাস বলেন ছাত্রছাত্রীদের দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
বিষয়টি নিয়ে কলেজ পরিচালন সমিতির সভাপতি বিধায়ক উদয়ন গুহ বলেন এই মুহূর্তে দিনহাটা কলেজে কোন ইউনিয়ন নেই। সেমিস্টার ফি নিয়ে কয়েকজন ছাত্র ছাত্রী আন্দোলন করলেও ছাত্র সংগঠনের সংখ্যাধিক্য ছাত্র-ছাত্রী যাদের সাথে রয়েছে সেই সংগঠনের নেতৃত্বের সাথে আগামীতে এনিয়ে আলোচনা করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584