পিয়ালী দাস, বীরভূমঃ
দীপক ঘোষ হত্যা মামলায় এক সুপারি কিলার সহ গ্রেপ্তার চার সন্দেহভাজন।গতকাল রাত্রে দীপক ঘোষের স্ত্রী মিঠু ঘোষ খয়রাশোল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ পত্রে পনের জনের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি।লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। চারজনের মধ্যে রয়েছেন একজন সুপারি কিলারও।
ধৃতরা হলো টাইগার সিং(সুপারি কিলার), চিনময় রায়(স্থানীয় বিজেপি কর্মী), ভাষাণ শেখ(বন্দুকের চোরাকারবারির সাথে যুক্ত)এছাড়াও একজনের পরিচয় এখনো অব্দি জানা যায়নি।ধৃতদের আজ দুবরাজপুর আদালতে তোলা হয়,তৃণমূল কর্মী মধুসূদন বাউড়িকে ৭ দিন পুলিশি হেফাজত ও বাকী ৩ জনকে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক সোহন মুখোপাধ্যায়।মধুসূদন খয়রাশোল অঞ্চলের বাউরী স্থানীয় তৃণমূল কর্মী।এদিকে বিজেপির বীরভূম জেলা সভাপতি রামকৃষ্ণ রায় বলেন, ধৃত বিজেপি কর্মী চিন্ময় রায় কে মিথ্যা মামালায় ফাঁসান হয়েছে।
আরও পড়ুনঃ ছাত্রী ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশীর যুবকের বিরুদ্ধে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584