নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
টেলিভিশনের জনপ্রিয় নায়িকা দীপান্বিতা নাথ। শর্ট ফিল্মেও নিজের পরিচয় পোক্ত করেছেন তিনি। একইসঙ্গে বিজ্ঞাপণেও আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। টেলিভিশনে আসছে আরও দুটি বড় কাজ। এই অবধি সব ঠিকই ছিল। কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় সরকারের ভ্যাকসিনেশন প্রকল্প—‘ভ্যাকসিনস ফর অল, ফ্রি ফর অল’-এর প্রচারের মুখ হয়ে উঠেছেন দীপান্বিতা।
বিষয়টা তাঁর নিজের নজরে আসেনি। কাছের বন্ধু, আত্মীয়রা তাঁকে সেই ছবি শেয়ার করে অভিবাদন জানাচ্ছিলেন। অথচ অভিনেত্রী এই ব্যাপারে কিছুই জানতেন না। অন্যদের কাছ থেকে পাওয়া ছবি থেকেই তিনি জানতে পারেন বিষয়টা।
এরপর ভুল ভাঙতে তিনি ফেসবুকে পোস্ট দিয়ে লেখেন– “আমি দীপান্বিতা নাথ, গত কিছুদিন ধরে আমার কিছু শুভাকাঙ্খী আমার নজরে বেশ কিছু ব্যানার, পোস্টার নিয়ে এসেছেন যেখানে ফ্রি ভ্যাক্সিনের প্রচারণায় আমার ছবি ব্যবহৃত হয়েছে। বিভিন্ন মহল থেকে আমার কাছে রাজনৈতিক প্রশ্ন করা হচ্ছে যা আমার জন্য অস্বস্তিজনক। বলার কোনো অপেক্ষা রাখেনা যে নিঃসন্দেহে দেশবাসীকে বিনামূল্যে ভ্যাক্সিন দেওয়া খুবই মহৎ উদ্যোগ। কিন্তু যাদের ছবি ব্যবহার করা হচ্ছে তাদের অনুমতি নেওয়ার প্রয়োজন। অভিনেত্রী হিসেবে নিজের চেহারা বিজ্ঞাপিত হওয়ার জন্য যে পারিশ্রমিক নিয়ে থাকি সেটাও আমি পাইনি সর্বোপরি আমাকে জানানো হয়নি এমন কোনও বিজ্ঞাপনের বিষয়ে। জনসংযোগ আধিকারিকদের কাছে আমার বিনম্র নিবেদন দয়া করে খেয়াল রাখবেন এই বিষয়গুলো যাতে অভিনেত্রীরা বা সাধারণ মানুষরা সমস্যায় না পড়েন।”
আরও পড়ুনঃ “আমি নায়িকা হতে আসিনি, অভিনেত্রী হতে এসেছি”, অপমানজনক নিউজ ফিডের জবাব শ্রুতির
হোর্ডিং-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশেই রয়েছে দীপান্বিতার মুখ! অভিনেত্রী এদিন নিউজ ফ্রন্টের সঙ্গে নিজেই যোগাযোগ করে জানান- “অনেকদিন ধরেই কাজ করছি। তাতে লোকজন কম বেশি চেনেন। বলতে পারি একটা ফেস ভ্যালু তৈরি হয়েছে। অনেক কাজও করি। অনেক শুটও করি। সামনেই আরও দুটো কাজ আসছে টেলিভিশনে। তারই মাঝে এরকম একটা কাণ্ড। কাজের বড় অসুবিধা হচ্ছে। অনেকে আমায় ছবিটা পাঠিয়েছে। আমি তো অবাক, এই ছবি কোথা থেকে তারা পেল? কোন শুটের বা কোন সিরিয়ালের বা সিরিজের আমার তো মনেই পড়ছে না। নিদেনপক্ষে একজন অভিনেত্রীর মুখ ব্যবহার করার আগে তার অনুমতি নিতে হয় তারা কি সেটাও জানে না? একইভাবে একজন অভিনেত্রীর মুখ ব্যবহার করতে গেলে তাঁকে একটা রেমুনারেশন দিতে হয় সেটাও তারা জানে না? সকাল থেকে অদ্ভুত সব প্রশ্ন নিয়ে সাংবাদিকরা ফোন করছেন। অস্বস্তিতে পড়ছি।
আরও পড়ুনঃ পিতৃতন্ত্র ভাঙলেন মন্দিরা বেদী, স্বামীর শবদেহ তুলে নিলেন কাঁধে
আমি রাজনীতির ধারেকাছেও থাকি না৷ আমি জাস্ট অভিনয় করি। এটাই প্যাশন আর এটাই প্রফেশন। আমি কোনও রাজনৈতিক দলের বিরোধীও নই। কোনও রাজনৈতিক দলের মুখও হতে চাই না। তবুও যদি ফ্রি ভ্যাকসিনেশনের জন্য আমার মুখ ব্যবহার করতেই হয় তাহলে জিজ্ঞেস করা উচিত ছিল একবার। বিষয়টার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এমনটা কি করা যায় একজন অভিনেত্রী বা অভিনেতা বা অন্য যে কারো সঙ্গে? আমার এই একটাই প্রশ্ন।”
আরও পড়ুনঃ হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ, আইসিইউতে রয়েছেন দিলীপ কুমার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584