বড়পর্দায় ডেবিউ করছেন মেগা পরিচালক অমিত দাস

0
1064

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

এবার সিনেমার গল্পে হাজির হতে চলেছে রিয়ালিটি শো’র নানাদিক। এক পনেরো বছর বয়সি মেয়ের রিয়ালিটি শো’তে অংশগ্রহণ, লড়াই এবং জয়ী বা পরাজিত হওয়ার নানা কাহিনি উঠে আসবে ছবিতে। রিয়ালিটি শো কতটা রিয়েল তারও নানা দিক দেখানো হবে বলে আশা করা যায়।

Amit das | newsfront.co
পরিচালক অমিত দাস

রিয়ালিটি শো কেন্দ্রিক ‘আমি দিদি নম্বর ওয়ান’ ছবিটির পরিচালক অমিত দাস। অমিত দাসের হাত ধরে দর্শক দরবারে এসেছে একাধিক বাংলা ধারাবাহিক। এবার বড়পর্দার কাজে হাত দিলেন অমিত দাস।

Adrit Roy | newsfront.co
আদৃত রায়

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আদৃত রায়, ঐশানি দে, সুব্রত দত্ত, সুভদ্রা চট্টোপাধ্যায় সহ আরও অনেকে।
ছবিতে আদৃতের অভিনেতা হয়ে ওঠার দিকটিও দেখানো হবে। সবটাই বেশ ফিল্মিসিল্মি ব্যাপার।

আরও পড়ুনঃ সুশান্ত দাসের পরবর্তী পদক্ষেপ ‘অপরাজিতা অপু’

ছবির লেখক ও ক্রিয়েটিভ ডিরেক্টর অভিমন্যু মুখোপাধ্যায়। ছবির শুটিং শুরু হয়েছে সম্প্রতি। আদৃত বড় পর্দায় নূর জাহান, পাসওয়ার্ড সহ আরও বহু ছবি এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here