মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
সম্প্রতি শহরে নতুন বাংলা ছবির নাম ঘোষণা হয়ে গেল। ছবির নাম ‘কলকাতা চলন্তিকা’। শহর কলকাতায় ঘটে যাওয়া কিছু ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই ছবির গল্প। ফ্লাইওভার ভেঙে পড়লে সাধারণ মানুষকে ঠিক কতটা যন্ত্রণায় পড়তে হয়, সেই চিত্রও উঠে আসবে এই ছবিতে।
ছবিটি পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক পাভেল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা স্বাতী বিশ্বাস ও পাভেল দু’জনে মিলে এই ছবির গল্প লিখেছেন। তবে ‘কলকাতা চলন্তিকা’র চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক স্বয়ং।
পরিচালক পাভেল-এর কথায়, “শহর কলকাতার তিন দিনের জীবন নিয়ে তৈরি এই ছবির গল্প। প্রথম দিন সে নিজের ছন্দে ছুটে চলে বিভিন্ন অলি গলি পথে, দ্বিতীয় দিনে তার পথে ভেঙে পড়ে একটা ফ্লাই ওভার। আর সব ওলট পালট হয়ে যায়। তৃতীয় দিনে সে আবার ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরতে শুরু করে।”
এর আগে শহরের সবচেয়ে বড় দুর্গা মূর্তি গড়া নিয়ে ‘অসুর’ সিনেমাটি তৈরি করেছিলেন পাভেল। ছবিটির একটা রাজনৈতিক প্রেক্ষাপটও ছিল। যা সহজেই দর্শকের নজর কেড়ে নিয়েছিল। এবারও ‘কলকাতা চলন্তিকা’য় নতুন চমক নিয়ে আসছে পাভেল।
আরও পড়ুনঃ এবার রানু মণ্ডলের কণ্ঠে শোনা গেল ইয়োহানির ‘মানিকে মাগে হিথে’, ভাইরাল ভিডিও
ছবিটি মুক্তি পাবে “বাবা ভূতনাথ এন্টারটেইনমেন্ট”-এর ব্যানারে। প্রযোজক হিসাবে রয়েছেন শতদ্রু চক্রবর্তী। এর আগে পরিচালক পাভেলের প্রতিটা ছবিতে ছিল নতুন চমক। বাংলা সিনেমাপ্রেমিরা যে আরও একটা নতুন ভালো ছবি উপহার পেতে চলেছে, তা বলাইবাহুল্য।
আরও পড়ুনঃ বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভারতীয় ওয়েব সিরিজ ‘রে’
একঝাঁক তারকা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ‘কলকাতা চলন্তিকা’-র শ্যুটিং। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন ইশা সাহা, রজতাভ দত্ত, সৌরভ দাস, অপরাজিতা আঢ্য, শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, খরাজ মুখোপাধ্যায়, কিরণ দত্ত প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584