মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
ফের টালিগঞ্জে নেমে এল শোকের ছায়া। বুধবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন টেলিভিশন দুনিয়ার পরিচিত মুখ রাণা সেন। দীর্ঘদিন ধরে বাংলা সিরিয়ালের পরিচালক হিসাবে কাজ করেছেন রাণা সেন। গতকাল রাত ১১টা পর্যন্ত তিনি তাঁর কলকাতার বিজয়গড়ের বাসভবন থেকেই সোশ্যাল মিডিয়ায় অনলাইন ছিলেন, ফেসবুকে পোস্টও করেন সেই সময়।
আগে থেকে কোনও অসুস্থতা বোধ করেন নি। কিন্তু হঠাৎই রাত ১টা নাগাদ তাঁর ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। এবং তারপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন পরিচালক রাণা সেন। পরিবারে রেখে গেলেন তাঁর স্ত্রী অনামিকা (এক সময় তিনিও অভিনয় করতেন) এবং এক কন্যাকে। আজ রাণা সেনের মৃত্যু সংবাদ শোনা মাত্রই শোকাহত হন শিল্পী মহলের একাংশ।
আরও পড়ুনঃ রঞ্জিত মল্লিকের রিপোর্ট নেগেটিভ এলেও করোনা কাঁটায় এখনও বিদ্ধ কোয়েল
রাণা সেনের মৃত্যুতে অভিনেত্রী সুদীপ্ত চক্রবর্তী লিখেছেন, “রোজ মৃত্যুর খবর…রোজ…আর ভালো লাগছে না..আর পারা যাচ্ছে না। আমি শেষ যে ছবিটার শ্যুটিং করলাম, ওটাও ওনার পরিচালনা ছিল। যদিও ওটা এখনও মুক্তি পায়নি। বিশ্বাস হচ্ছে না যেন।” অভিনেতা সুজন নীল মুখোপাধ্যায় লিখেছেন, “রানা দা….এটা কি হলো?? মৃত্যুর মিছিলে আরো এক স্বজন হারানো মানা যাচ্ছে না ভুলবো না তোমার এই পোস্ট। কি আর বলবো!! তোমার শেষ ছবিতে কাজ করার স্মৃতি টা মনে রাখবো আজীবন”।
রাণা সেন পরিচালিত ও সুপ্রিয়া দেবী অভিনিত ‘বড়মা’ বাংলা টেলিভিশনের এক উল্লেখযোগ্য ধারাবাহিক । টলিউডের পাশাপাশি ওড়িশাতেও সমান জনপ্রিয় ছিলেন বাংলার এই প্রতিবাবান পরিচালক। ওড়িয়া টেলিভিশনে বহু প্রজেক্টের সঙ্গে তিনি যুক্ত ছিলেন বহুদিন ধরে। এই সময় তাঁর কাজও চলছিল ওড়িশাতে। তাঁর অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন সেখানকার শিল্পী ও কলাকুশলীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584