মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
করোনা ভাইরাসের জেরে স্তব্ধ জনজীবন। এই মারণ ভাইরাসের প্রভাব পড়তে পারে দেশের অর্থনৈতিক-সামাজিক স্তরে। করোনা সংক্রমণ রুখতে বন্ধ রয়েছে শুটিংও।
দুশ্চিন্তায় জর্জরিত প্রযোজক থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রীরা। সম্প্রতি পরিচালক সুজিত সরকার তাঁর ইনস্টাগ্রাম পোস্টে শুটিংয়ের বিষয়ে কিছু প্রশ্ন তুলেছেন।
আরও পড়ুনঃ এভাবেও ভাল থাকা যায়
যেমন, করোনা বিপর্যয় মিটলেও শুটিং-এর সময় সামাজিক দূরত্ব মেনে চলতে হবে কিনা? নাকি এই মারণ ভাইরাসের আতঙ্ক জারি থাকবে আরও বহুদিন এবং এর পর সিনেমায় চুম্বন দৃশ্য বা যে কোনও ঘনিষ্ঠ দৃশ্য শুটিং করার সময় পরিচালকদের কোনও বিশেষ কৌশল অবলম্বন করতে হবে? অনেক ক্ষেত্রে অভিনেতা অভিনেত্রীরা যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে তার জন্য ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের সময় বিশেষ কিছু পদ্ধতি অবলম্বন করেন পরিচালক ও ডিওপিরা।
ইনস্টাগ্রাম পোস্টে সেই সব পদ্ধতির দিকেই ইঙ্গিত করেছেন পরিচালক। পরিচালকের এইসব প্রশ্নে অনেকে মজা পেয়েছেন আবার অনেকে উদ্বিগ্নও হয়েছেন। করোনার কারণে চিন্তার ভাঁজ পড়েছে পরিচালকদের কপালেও। দেশের এই দুর্দশা কবে কাটবে তা এখন সময়ের অপেক্ষা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584