নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
জাতীয় সড়কের দু’পাশ ভরে যাচ্ছে শহরের নোংরা আবর্জনায়। অভিযোগ, তাতেই দূষণ ছড়াচ্ছে শহর জুড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফালাকাটার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মিল রোড ওভারব্রীজ ৩১ নম্বর জাতীয় সড়কের দু পাশেই জমেছে ফালাকাটা শহরের নোংরা আবর্জনা।
এলাকাবাসীর অভিযোগ, রাস্তার দু’পাশ যেন ফালাকাটার অঘোষিত ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে। দুর্গন্ধে ওই পথে চলাচল করাই দুষ্কর হয়ে পড়েছে।
ওই রাস্তার নিত্যযাত্রী পরিতোষ সরকার জানান, “এখানে নোংরা আবর্জনা ফেলার ফলে সেগুলো পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে, বাড়ছে দূষণ। তার কথায় ফালাকাটায় দ্রুত ডাম্পিং গ্রাউন্ড প্রয়োজন।”
আরও পড়ুনঃ সাধারণ ধর্মঘটের সমর্থনে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বামেদের মিছিল
এই বিষয়ে ফালাকাটার ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অপর্ণা ভট্টাচার্য্য বলেন, “আমরা গ্রাম পঞ্চায়েতের তফর থেকে এলাকাটি পরিষ্কার করা হয়েছে।কিন্তু এলাকাটি নির্জন থাকার সুযোগ নিয়ে অনেকেই নোংরা আবর্জনা ফেলে যান। আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই এলাকাটি পুনরায় পরিষ্কার করে ফুলের গাছ লাগানো হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584