হরষিত সিংহ,মালদহঃ
ভর্তি নেওয়ার পর পরীক্ষা নিরিক্ষা করে হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়ার কয়েক ঘন্টা পরেই বাড়ীতে কন্যাসন্তানের জন্ম দিলেন এক প্রসুতি। প্রসব দেরিতে হবে এই বলে সোমবার সকালে মালদা মেডিক্যালের চিকিৎসকেরা ফিরিয়ে দেয় ওই প্রসূতিকে। মেডিকেল কলেজের চিকিৎসকদের এমন আচরণে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে। দায়িত্বে থাকা চিকিৎসকদের নিয়ে একটি বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, ওই প্রসুতির নাম সাকিনা বিবি(৩৪)। বাড়ী মালদহ জেলার ইংরেজবাজার থানার নরহাট্টা পঞ্চায়েতের বুধিয়া গ্রামে। সোমবার সকাল থেকে প্রসব যন্ত্রনা উঠলে পরিবারের লোকেরা স্থানীয় আশা কর্মীর সহাতায় তাকে মালদা মেডিক্যালের প্রসুতি বিভাগে ভর্তি করে। প্রসুতি বিভাগের একটি চিকিৎসকের দল ওই মহিলার চিকিৎসা করে ছুটি দিয়ে দেয়।
চিকৎসকেরা জানান প্রসব হতে দেরি রয়েছে। কিন্তু মহিলা প্রসব যন্ত্রনায় ছটপট করতে থাকায় পরিবারের লোকেরা ভর্তি রাখার জন্য অনুরোধ জানায়। কিন্তু কোন লাভ হয়নি। শেষে বাধ্য হয়ে মহিলাকে বাড়ী ফিরিয়ে নিয়ে আসে। সন্ধ্যায় ফের প্রসব যন্ত্রণা শুরু হয়। কিন্তু অ্যাম্বুলেন্স সময় মত না মেলায় বাড়ীতেই প্রসব করেন ওই মহিলা। এই ঘটনা ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য ছড়ায়। এই বিষয়ে ওই এলাকার আশা কর্মী সাবিরা মেহেবুবা বিষয়টি মেডিকেল কর্তৃপক্ষকে জানান। এই বিষয়ে মালদা মেডিকেলের এমএসভিপি অমিত কুমার দাঁ বলেন, এমন ঘটনা দুর্ভাগ্যজনক। বিষয়টি তদন্ত করে দেখা হবে কেন চিকিৎসকেরা এমন ঘটনা ঘটাচ্ছে। প্রসুতি বিভাগের চিকিৎসকদের নিয়ে একটি বৈঠক করা হবে। পাশাপাশি একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সরকারী উদ্যোগে প্রত্যন্ত গ্রাম থেকে শহর এলাকায় প্রতিষ্ঠানিক প্রসবের উপর জোর দেওয়া হচ্ছে। নিয়মিত নজরদারি চালানো ও পরিষেবা সঠিক রাখতে আশার মত কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে। তার মাঝে মেডিকেলের চিকিৎসকদের এমন ভুমিকায় প্রশ্ন উঠেছে তাদের দায়িত্বভার নিয়ে। তবে এদিনের ঘটনার পর মালদহ মেডিকেল কর্তৃপক্ষ এক নির্দেশিকা জারি করে জানিয়েছে,যে কোন প্রসুতিকে কমপক্ষে ৭২ ঘন্টা চিকিৎসকদের নজরদারীর মধ্যে রখতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584