জিডিপি নিয়ে আলোচনা দেশের মানুষ, দর্শকদের সময় নষ্ট করা- ভাইরাল ভিডিও

0
80

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

দেশের মানুষের এবং দর্শকদের সময় নষ্ট করবেন না- রাজনৈতিক বিশ্লেষক সুমন্ত রামানকে বললেন এক সর্বভারতীয় বৈদুতিন সংবাদমাধ্যমের সঞ্চালক রাহুল শিবশংকর। সুশান্ত সিং রাজপুতকে নিয়ে এক বিতর্ক সভায় সুমন্ত রামান ক্রমাগত চেষ্টা চালাচ্ছিলেন প্রসঙ্গান্তরে যাওয়ার।

Video conference | newsfront.co
ছবিঃ টাইমস নাও টুইটার

সুমন্ত রামান আমন্ত্রিত ছিলেন সুশান্ত সিং রাজপুতকে নিয়ে এক বিতর্ক সভায়, সর্বভারতীয় বৈদুতিন সংবাদমাধ্যমের এই বিতর্ক অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন রাহুল শিবশংকর।

শ্রী রামন ক্রমাগত প্রসঙ্গ ঘুরিয়ে জিডিপির নিম্নমুখী গ্রাফ এবং লাদাখ সীমান্তে চীনা আক্রমনের দিকে নিয়ে যেতে চাইছিলেন; তাঁকে থামিয়ে দিয়ে সঞ্চালক বলে ওঠেন ” দয়া করে দেশের মানুষের এবং দর্শকদের সময় নষ্ট করবেন না , জিডিপি বিষয়ে আমরা তখনই আলোচনা করবো, যখন কোনো অর্থনৈতিক বিতর্ক হবে এবং নিশ্চিন্ত থাকুন সেখানে আপনাকে ডাকবো না।”

আরও পড়ুনঃ শিরোনামে সুশান্ত! সাংবাদিকতার দায়িত্ব নিয়ে উঠছে প্রশ্ন

শিবশংকর এও বলেন শ্রী রামানকে, আপনারা হচ্ছেন “Jack of all trades, master of none.” আমি খুব ভালো করে জানি আপনি জিডিপি সম্পর্কে কিছুই জানেন না।” এই ভিডিও ক্লিপ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় এবং সমালোচনার ঝড় ওঠে রাহুল শিবশঙ্করের মন্তব্য নিয়ে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here