মনিরুল হক, কোচবিহারঃ
২৮ ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস।সেই দিনকে সামনে রেখে দেশব্যাপী ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি বৈজ্ঞানিক চিন্তাধারা প্রসারের উদ্দেশ্যে নানা কর্মসূচী নিয়েছে। ‘মেক ইন্ডিয়া সায়েন্স লিটারেট’এই আহ্বান জানিয়ে ২২-২৮শে ফেব্রুয়ারী সপ্তাহজুড়ে ব্যাজ পরিধান,পদযাত্রা,কুসংস্কার বিরোধী প্রদর্শনী, সায়েন্স শো, আলোচনা সভার আয়োজন করেছে।এই উপলক্ষ্যে আজ কোচবিহার সায়েন্সে ওয়ার্কিং গ্রুপের আয়োজনের গভঃ ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রদের নিয়ে এক আলোচনা সভা হয়। মুলত “জনসাধারনের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রসারে আমাদের দায়িত্ব” এই বিষয়ের ওপর এই আলোচনা সভা হয় বলে জানা গেছে।
আরও পড়ুনঃ কোচবিহার জেলা পরিষদের ২০১৯-২০ অর্থ বর্ষের বাজেট পেশ
এদিনের এই আলোচনা করেন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির সহ সম্পাদক চন্দন সাঁতরা।গভর্মেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র হেদায়েত তুল্লা জানান, “কলেজের পড়ুয়াদের নিয়ে বিশেষ কর্মসূচীর মাধ্যমে দিনটি পালন করছেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584