নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বল্পদৈর্ঘ্যের “অন্তরালে” এর বিশ্লেষণ ও পরবর্তী সিনেমা অনুষ্ঠানের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুরের বেলদায়।যোগেন্দ্র ফিল্ম ইনস্টিটিউট এর ব্যবস্থাপনায় মাদক বিরোধী এবং বাল্যবিবাহের বিপক্ষে অভিনীত অন্তরালে সিনেমার সার্বিক বিশ্লেষণ অনুষ্ঠান আয়োজিত হল যোগেন্দ্র ফিল্ম ইন্সটিটিউটে।পাশাপাশি সভাপতি,সম্পাদক থেকে প্রযোজক সবাইকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।যোগেন্দ্র ফিল্ম ইনস্টিটিউট এর পক্ষ থেকে বিশেষ সম্মাননা জ্ঞাপন এবং উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় এই দিনের এই বিশেষ আলোচনা সভার কাজ।উপস্থিত ছিলেন যোগেন্দ্র ফিল্ম ইনস্টিটিউটের সভাপতি ড. যোগেন্দ্রনাথ বেরা,সম্পাদক গৌরাঙ্গ জানা,পরিচালক রাজকুমার দাস,বিশিষ্ট অতিথি দাঁতন হাই স্কুলের প্রধান শিক্ষক সূর্যকান্তি নন্দ ও সমস্ত অভিনেতা সহ সম্মানীয় ব্যক্তিত্বরা।
আরও পড়ুনঃ বাংলার সিনেমা হল থেকে বিলীন ‘ভবিষ্যতের ভূত’
এই দিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে সব অন্তরালের বিশ্লেষণ করেন সভাপতি যোগেন্দ্রনাথ বেরা।তিনি বলেন-“বেশ কিছু জায়গায় থাকা ত্রুটি সারিয়ে উঠতে পারলে পরে ছায়াছবি সাফল্য পাবে।” বৈকালিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পরে ছায়াছবি বিষয়বস্তু সম্পর্কে বিশেষ আলোচনা সভার মাধ্যমে এই দিনের এই অনুষ্ঠান শেষ হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584