ভারতীয় নারীর একাল-সেকাল বিষয়ে আলোচনা সভা

0
77

মনিরুল হক, কোচবিহারঃ

বৃহস্পতিবার দিনহাটার পুটিমারী উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে ‘অভয়া’ কন্যাশ্রী সংঘ। এইদিন ওই বিদ্যালয়ে আলোচনার বিষয় ছিল ভারতীয় নারীর একাল-সেকাল।

discussion meeting at dinhata | newsfront.co
আলোচকবৃন্দ।নিজস্ব চিত্র

এদিন সেমিনারে অংশ নেন দিনহাটা থানার আইসি সঞ্জয় দত্ত, নাট্য পরিচালক কল্যাণময় দাস, শিক্ষক অনির্বাণ নাগ। শিক্ষাঙ্গনে এই আলোচনার মাধ্যমে নারী প্রগতি নিয়ে বিস্তর আলোচনা হয়। নারীদের লড়াইকে আরও দৃঢ় করার আহ্বান জানায় উপস্থিত বক্তারা। পাশাপাশি একাল ও সেকালের নারীদের তুলনাও টেনে আনেন বক্তারা। সেকালের নারীদের সুযোগ অনেক কম থাকা সত্ত্বেও তারা ছিলেন অনেক এগিয়ে।

discussion meeting at dinhata | newsfront.co
শ্রোতৃমণ্ডলী।নিজস্ব চিত্র

দিনহাটা থানার আইসি বলেন,‘আঠারো বছরের নিচে মেয়েদের বিয়ে আইন বিরুদ্ধ।’ এই ব্যাপারে তিনি মেয়েদেরকেই প্রতিরোধ গড়ে তোলা উচিত বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন নাবালিকা বিয়ে রোধকরা একটি সামাজিক দায়িত্ব। সভায় মহীয়সী নারীদের সংগ্রামের কথাও তুলে ধরেন বক্তারা।

আরও পড়ুনঃ কার্গিল বিজয় দিবস উদযাপন

এদিনের এই আলোচনা শুনতে ওই বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা উপস্থিত ছিলেন। এই আলোচনায় অংশ নিয়ে ছাত্রীরা সামাজিক প্রেক্ষাপটে যথেষ্ট উপকৃত হয়েছে বলে জানিয়েছেন সভার আহ্বায়ক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিব্যেন্দু ভৌমিক ও কন্যাশ্রী প্রকল্পের নোডাল অফিসার সুদীপ দে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here