মেদিনীপুরে ডিওয়াইএফআই’র উদ‍্যোগে আলোচনা সভা

0
92

নিজস্ব প্রতিবেদক,পশ্চিম মেদিনীপুরঃ

ডিওয়াইএফআই’র উদ্যোগে মেদিনীপুরে অনুষ্ঠিত হলো বিশেষ আলোচনা সভা।সংগঠন ও সংগঠনের মুখপত্র ‘যুবশক্তি’র সুবর্ণজয়ন্তী বছর উপলক্ষ্যে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের (ডিওয়াইএফআই) পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। রবিবার দুপুরে মেদিনীপুর শহরের কৃষক ভবনে “এই সময়ে যুব আন্দোলন : প্রতিকূলতা ও সম্ভাবনা ” শীর্ষক আলোচনায় সভায় মুখ‍্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্পাদক তাপস সিনহা।

নিজস্ব চিত্র

প্রারম্ভিক বক্তব্য রাখেন সংঠনের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক দিলীপ সাউ।সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি রঞ্জিত পাল। হাজির ছিলেন রাজ্য ও জেলা কৃষক আন্দোলনের দুই শীর্ষ নেতা তরুণ রায়, এবং হরেকৃষ্ণ সামন্ত। তাপস সিনহা তাঁর বক্তব্যে,বর্তমান সময়ে বিশ্বজুড়ে অস্থিরতা, বহুমাত্রিক আক্রমনের মধ্যেও লাতিন আমেরিকার দেশগুলি সহ গোটা দুনিয়ার সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন এবং সেই আন্দোলনে যুব সমাজের ভূমিকা ব্যাখ্যা করেন। তিনি তাঁর বক্তব্যে, রাজ্যে যুব আন্দোলনের গড়ে ওঠা, ক্রমবিকাশ, যুবসমাজের একেবারে নিজস্ব সংগঠনে পরিণত হওয়ার ইতিহাস এবং সামাজিক দায়বদ্ধতা পালন ও মুমূর্ষ আর্ত মানুষজনের পাশে দাঁড়ানোর গৌরব জনক ভূমিকার কথা স্মরণ করেন। তিনি বর্তমান সময় ও আগামী দিনে এই পথেই যুব আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রাজ‍্যসহ দেশজুড়ে কর্মসংস্থানহীনতা, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস-নৈরাজ্যে , গণতন্ত্রহীনতার দমবন্ধকারী বাতাবরণ কাটিয়ে নতুন সুন্দর সকাল আনার লক্ষ্যে আন্দোলন সংগ্রামের পথেই রাস্তা খুঁজে নেওয়ার পরামর্শ দেন এবং এ বিষয়ে তিনি এবিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এই লক্ষ‍্য মতাদর্শে শাণিত আরও শক্তিশালী দৃঢ় সংগঠন গড়ে তুলে আজকের চ্যালেঞ্জ মোকাবিলা করার কথা বলেন।

নিজস্ব চিত্র

প্রতিকূলতার এই বিপুল পাহাড় পেরিয়ে, ‘ভবিষ্যৎ আমাদেরই’ এই প্রত্যয়ী ঘোষনা মধ‍্য দিয়ে সভা শেষ হয়।সভা শেষে কলকাতা মেডিক্যাল কলেজের ছাত্রদের ন‍্যায‍্য আন্দোলনকে সংহতি জানিয়ে এবং কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নানা নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি মিছিল সংগঠিত হয়। মিছিলটি মীরবাজারে শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে কর্ণেলগোলায়‌ শেষ হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here