এন আর সি নিয়ে সঠিক আইনি তথ্য দিতে আলোচনা সভা কোচবিহারে

0
74

মনিরুল হক, কোচবিহারঃ

নাগরিক পঞ্জীকরণ(এন আর সি) নিয়ে সঠিক আইনি তথ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরতে আলোচনা সভা হল কোচবিহারে। কোচবিহার নাগরিক মঞ্চের উদ্যোগে আজ এই আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন কোচবিহারের সুকান্ত মঞ্চে এন আর সি-র উপর এই আলোচনা সভা হয়। এই আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সাংবাদিক, গবেষক,চিন্তাবিদ রন্তিদেব সেনগুপ্ত।এন আর সি নিয়ে আজ সারা দেশ উত্তাল।

নিজস্ব চিত্র

টিভি,সংবাদ পত্র সহ বিভিন্ন কাগজপত্রে এই নিয়ে আলোচনা হচ্ছে। এন আর সি বিষয়ে বিস্তর বিভ্রান্তি,ভুল বোঝাবুঝি সর্বস্তরে ছড়িয়ে পড়ছে বলে নাগরিক মঞ্চের দাবি। বিভিন্নস্তরে এন আর সি নিয়ে উদ্দেশ্যমূলক উস্কানি ও বিভ্রান্তি ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও তাদের অভিযোগ।তাই এদিন এই বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এন আর সি নিয়ে এদিনের বৈঠকে সঠিক আইনি তথ্য তুলে ধরা হয় উপস্থিত সকলের সামনে। এই আলোচনা সভায় এন আর সি কি, কার আদেশে এন আর সি শুরু হয়েছে, সংবিধান স্বীকৃত নাগরিকত্ব কি কি সেই সব বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি এন আর সি-র উদ্দেশ্যে কি, সেই বিষয়েও আলোচনা হয় বলে জানা গিয়েছে। এদিনের এই আলোচনায় সুকান্ত মঞ্চে প্রচুর মানুষ উপস্থিত হয়েছিলেন।

আরও পড়ুনঃ খাদিকে আকর্ষণীয় করতে র‍্যাম্প শো’র প্রস্তাব দুর্গাপুরে খাদি মেলায়

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here