শ্যামল রায়,কালনাঃ
আগামী ৩০ নভেম্বর শুক্রবার পশ্চিম বর্ধমানের প্রশাসনিক সভা সেরে পরের দিন কালনায় জনসভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কালনা শহরের অঘোরনাথ পার্কে জনসভা অনুষ্ঠিত হবে।জনসভা সফল এবং সমস্ত দিক খতিয়ে দেখতে তৃণমূল কংগ্রেসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো।রবিবার কালনা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মুখ্যমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে এক আলোচনা সভা হয়।মুখ্যমন্ত্রীর জনসভায় কত লোক কোন জায়গা থেকে আসবেন সে বিষয়ে খতিয়ে দেখেন রাজ্যের অন্যতম মন্ত্রী স্বপন দেবনাথ।এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারি সভাধিপতি দেবু টুডু,তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি প্রণব রায় এবং কালনা পৌরসভার চেয়ারম্যান দেবব্রত বাগ সহ অনেকে।
তৃণমূলের জেলা সভাপতি স্বপন দেবনাথ জানিয়েছেন যে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার উন্নয়নের খতিয়ান তুলে ধরতে প্রশাসনকে নির্দেশ জারি করেছেন আগামী লোকসভা নির্বাচনের আগে দলকে চাঙ্গা করতেই এই ধরনের সমাবেশ বলে মনে করছেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে বিভিন্ন গ্রামে কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইবেন সেই সম্পর্কে জেলা প্রশাসক ইতিমধ্যেই অনেকটা এগিয়ে নিয়েছে বলে খবর।এছাড়াও পূর্ব বর্ধমান জেলায় একশো দিনের কাজ সহ বাংলার আবাস যোজনা এবং একাধিক প্রকল্পের গতি সম্পর্কে জানতে চাইবেন মুখ্যমন্ত্রী সে ব্যাপারেও প্রতিটি প্রকল্প অনুযায়ী রিপোর্ট তৈরি করে ফেলেছেন প্রশাসনিক আধিকারিকরা বলে জানা গিয়েছে।তাই কালনার অঘোরনাথ পার্কে মুখ্যমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে প্রবল উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে। তাই মুখ্যমন্ত্রী সফরকে কেন্দ্র করে জেলা তৃণমূল নেতৃত্বের মধ্যে দফায় দফায় আলোচনা এবং অঘোরনাথ পার্ক পরিদর্শন করছেন।পুলিশ প্রশাসনের তরফ থেকেও নিরাপত্তা নিয়ে দফায় দফায় আলোচনা সভা সেরে ফেলছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584