তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
বুধবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ফিল্ম স্টাডিজ কে কেন্দ্র করে একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হয়।ডঃ সঞ্জয় মুখোপাধ্যাযের আলোচনায় উঠে আসে বর্তমানে বিশ্ববিদ্যালয় স্তরে ফিল্ম স্টাডিজের প্রাসঙ্গিকতা আছে না নেই।ছাত্রছাত্রীদের চাহিদার কথা মাথায় ‘ফিল্ম স্টাডি’ সংক্রান্ত বিশেষ কোর্স চালুকরার প্রয়োজন আছে বলে ডঃ সঞ্জয় মুখোপাধ্যায় জানান।এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কালিশংকর তেওয়ারি, দীপক কুমার রায় এবং দিব্যেন্দু ভট্টাচার্য।এই আলোচনার পরিপ্রেক্ষিতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সূত্রে খবর,বৃহস্পতিবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ অনিল ভুঁইমালীর সাথে ফিল্ম স্টাডি সংক্রান্ত ব্যাপারে কথা বলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফিল্ম স্টাডিজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডঃ সঞ্জয় মুখোপাধ্যাযের আলোচনা হয়।
জানা যায় বিশ্ববিদ্যালয়ের অনুমোদন সাপেক্ষে ফিল্ম স্টাডিজের ওপর একটি বিশেষ বিভাগ চালুকরার প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বিশ্ববিদ্যালয় সূত্রে আরো জানাগিয়েছ ‘সার্টিফিকেট ইন অ্যাপ্রিসিয়েশন অফ ফিল্ম স্টাডিজ’ নামে দশ দিনের একটি সার্টিফিকেট কোর্স শুরু করার চিন্তাভাবনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।এই কোর্সে চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষযের উপর আলোচনা এবং তার হাতে কলমে শিক্ষা দেওয়া হবে। এছাড়া এই কোর্সের শিক্ষার্থীদের দিয়ে একটি শর্ট ফিল্ম বানানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584