নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
প্রাতিষ্ঠানিক প্রসব,টিকাকরণ ও জনস্বাস্থ্যের সার্বিক উন্নতির লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিল বাঁকুড়া জেলা পুলিশ।
বৃহস্পতিবার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ ও জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে দেশের বৃহত্তম সংখ্যালঘু প্রধান গ্রাম ওন্দার পুনিশোলে আলোচনা সভা ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো।
এদিন উপস্থিত কয়েক হাজার গ্রামবাসীকে বিনা খরচে সরকারী স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে অবহিত করা হয়।এদিন উপস্থিত স্বাস্থ্য দপ্তরের আধিকারীকরা জানান,গর্ভবতী মায়েদের সমস্ত ধরণের টিকা ও চিকিৎসা বিষয়ে সমস্ত পরিষেবা এখন সব সরকারী হাসপাতালে মিলছে। এছাড়াও প্রসবের আগে ও পরে মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা টীকাকরণ ও জরুরী পরিষেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
তাছাড়া অসুস্থ শিশুদের এক বছর বয়স পর্যন্ত প্রসূতি মায়েরা প্রসবের ৪২ দিন পর্যন্ত হাসপাতালে চিকিৎসার জন্য যাতায়াতের ক্ষেত্রে নিখরচায় ‘নিশ্চয় যান’ প্রকল্পের সুবিধা পাবেন বলেও এদিন স্পষ্টতই জানানো হয়।
সব মিলিয়ে এদিনের আলোচনায় আলোচকদের আলোচনায় বার বার একটা কথাই উঠে আসে,যেভাবেই হোক জেলায় একশো শতাংশ প্রাতিষ্ঠানিক প্রসব ও স্বাস্থ্য সম্মত টীকাকরণ নিশ্চিত করাই প্রশাসনের মূল লক্ষ্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584