নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
আজ হিলি ব্লকের ডুমরইন গ্রামে বিএসএফ দ্বারা অত্যাচারিত গ্রামবাসীদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। মূলত সীমান্তবর্তী এই গ্রামে বিএসএফ- র দ্বারা নির্যাতিত মানুষজন সংঘটিত হয়েছিলেন তাদের সমস্যাগুলো জানাবার জন্য।
আজকের এই আলোচনা সভায় গ্রামবাসীদের পক্ষ থেকে নানা ধরণের সমস্যা উঠে আসে। গ্রামবাসীদের আবেদনের ভিত্তিতে আজকে দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ একটি পারস্পরিক আলোচনা সভার আয়োজন করেছিলেন।
গ্রামবাসীদের পক্ষে বিভিন্ন দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল যে, এই গ্রামে আত্মীয়স্বজন আসতে গেলে তাদেরকে নানানভাবে নিগৃহীত করেন বিএসএফের কর্মীরা। ছাত্র-ছাত্রীদের নানানভাবে হয়রানির শিকার হতে হয়, এছাড়াও বাজার করা, ফসল ফলানো সংক্রান্ত সমস্যা ছাড়াও অশ্লীল ভাষায় বিএসএফ-র কর্মীদের আক্রমণ করার বিষয়ের দিকটাও ছিল গ্রামবাসীদের মূল অভিযোগ।
আরও পড়ুনঃ শুরু হল বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনাঞ্চলে পঞ্চম পাখি উৎসব
উপস্থিত ছিলেন মাননীয়া কুসুমিকা দে মিত্র সম্পাদক, দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। এছাড়াও বিএসএফ কর্তৃপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট কোম্পানি কমান্ডান্ট ময়ূর চৌধুরী, ১৩৭ বি এন বিএসএফ চকগোপাল বিওপি, ইন্সপেক্টর অফ শর্মা, প্রতীম কর্মকার, সমাজকর্মী সূরজ দাশ, পি এল ভি বিপ্রজিত সরকার ,অপু মহন্ত, বিজয় সরকার, শবনম খাতুন প্রমুখ ৷
আরও পড়ুনঃ ‘হুড়কা জ্যাম’ কর্মসূচি রূপায়ণে পথ-অবরোধ ঝাড়গ্রামে
গ্রামবাসীদের পক্ষ থেকে উদ্ধৃত বিভিন্ন দাবিদাওয়াগুলো আগামী সাত দিনের মধ্যে সমাধান করবেন বলে বিএসএফ কোম্পানি কমান্ডেন্ট গ্রামবাসীদের আশ্বস্ত করেছেন । সমস্যা নিরসন না হলে গ্রামবাসীরা পরবর্তীতে আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584