রাত-ভোর হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত চাষ-জমি, আতঙ্কিত এলাকাবাসী

0
71

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

রাত-ভোর হাতি তান্ডব চালাল পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ও কেশিয়াড়ী ব্লকের বেশ কিছু এলাকায়। বুধবার রাতে প্রায় ৩০ টি হাতির পাল দাঁতন ১ নং অঞ্চলের বড়া গ্রাম সংলগ্ন ধুড়িয়া, হড়কিশোল, অন্ত্রি, কেশিয়াড়ীর দক্ষিণডিহা পাল এলাকায় তান্ডব চালায় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

Cabbage Field | newsfront.co
হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত জমি ৷ নিজস্ব চিত্র

দক্ষিণডিহা পাল এলাকায় মূলত কুমড়ো, কফি এবং আলু চাষের ব্যাপক ক্ষতি করেছে হাতির পাল। প্রায় ৩০ থেকে ৩৫ কুইন্টাল কুমড়ো নষ্ট করেছে। ৩৫ টি হাতির দল তান্ডব চালিয়েছে এলাকাগুলিতে। এরমধ্যে বেশ কয়েকটি বাচ্চা হাতি রয়েছে বলে সূত্রে জানা গিয়েছে।

Plantation | newsfront.co
নিজস্ব চিত্র

বুধবার রাত নটা নাগাদ হাতির পাল এলাকায় ঢুকে তান্ডব চালায়। দক্ষিণডিহা মৌজায় ব্যাপক ক্ষয়ক্ষতি করে অন্ত্রি হয়ে ভোরে নয়াগ্রামের দিকে হাতিগুলি চলে যায় বলে জানান স্থানীয় চাষি পতিতপাবন দে।

আরও পড়ুনঃ আমবাড়িতে ট্রেনের ধাক্কায় চিত্র-সাংবাদিকের মৃত্যু

Farmer | newsfront.co
ক্ষতিগ্রস্ত চাষি ৷ নিজস্ব চিত্র

এলাকার চাষি সত্যেন দাস, রামরতন দাসেদের কুমড়োর জমি নষ্ট করেছে হাতির পাল, বড়া এলাকার চাষি ভগিনন্দন জানার দক্ষিণডিহা মৌজায় থাকা কুমড়ো,কফি বাগান নষ্ট করেছে ব্যাপকভাবে। প্রায় ১২ কাঠা জমির কুমড়ো পুরো হাতি খেয়ে ফেলেছে ৷ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে অবশিষ্ট কুমড়ো।

আরও পড়ুনঃ সীমান্তবর্তী গ্রামের সমস্যা দূরীকরণে পারস্পরিক আলোচনা সভা

ভাদড়া এলাকায় সুজয় জানার বাঁধাকপি বাগান নষ্ট করেছে হাতির পাল, অনন্ত দোলাই এর আলুর জমি একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছে হাতির পাল, বড়া এলাকার বাসিন্দা সুকুমার মহাপাত্রর বাঁধাকপিও সুধাংশু মহাপাত্রের কুমড়োর জমি নষ্ট হয়ে গিয়েছে হাতির তান্ডবে। স্বভাবতই হাতির তান্ডবে এলাকার কৃষক সম্প্রদায়ের মাথায় হাত পড়ে গিয়েছে ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here