শ্যামল রায়,কাটোয়াঃ
শনিবার কাটোয়া ২ নম্বর ব্লকের অধীন জগদানন্দ পুর গ্রাম পঞ্চায়েতের স্বাস্থ্যকর্মী আশাকর্মী অঙ্গনারী কর্মী দের নিয়ে স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হলো।উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান গৌতম ঘোষাল জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত রবিন পাল সহ অনেকে।প্রতি মাসের চতুর্থ শনিবার এই ধরনের স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান গৌতম ঘোষাল।
বাড়ি বাড়ি জন্ম মৃত্যুর শংসাপত্র তৈরি এবং কি ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন গ্রামের মানুষ সে বিষয়ে সতর্কতা এবং সচেতনতা বাড়ানোর উপর কাজ করেন আশা কর্মী থেকে স্থানীয় স্বাস্থ্যকর্মীরা তার পর্যালোচনা জন্যই এই ধরনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এছাড়াও ডেঙ্গু রোগে প্রতিরোধ করতে কি কি করণীয় সে সম্পর্কে ও সচেতনতা করেন আশা কর্মী এবং স্বাস্থ্যকর্মীরা।সভায় ঠিক হয়েছে আগামী দিন গ্রামে আরো জনসচেতনতা বাড়ানোর উপর জোর দেওয়া হবে পঞ্চায়েতের তরফ থেকে।
আরও পড়ুনঃ ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়ায় চিন্তিত পুরসভা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584