নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
নিখিলবঙ্গ শিক্ষক সমিতির(এবিটিএ) পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে রাজ্যস্তরে গঠিত যুক্তমঞ্চ সন্ধিক্ষণের অনুসরণে সমিতির জেলা দফতর গোলোকপতি ভবনে রবিবার সকালে মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর ছাত্রছাত্রীদের সঠিক বিভাগ ও সঠিক বিষয় নিয়ে পড়াশোনা বিষয়ক “ভবিষ্যৎ জীবনদশা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চন্দননগর গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ সরকার।তিনি তাঁর বক্তব্যে বিভিন্ন বিভাগ ও বিষয়ের সম্ভাবনাময় দিকগুলো ছাত্র ছাত্রীদের সামনে তুলে ধরেন।পাশাপাশি তিনি সামাজিক দায়বদ্ধতার কাজেও ছাত্র ছাত্রীদের এগিয়ে আসার আহ্বান জানান।সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সভার শুরু হয়। পতাকা উত্তোলনের পাশাপাশি সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি ব্রজগোপাল পড়িয়া।স্বাগত ভাষণ দেন সংগঠনের জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ।তিনি তাঁর ভাষণে এই উদ্যোগের লক্ষ্য ও উদ্দেশ্য যেমন আলোচনা করেন তেমনি দীর্ঘদিন প্রায় একশ বছর ধরে এবিটিএ কীভাবে শিক্ষা স্বার্থে ছাত্র-শিক্ষক-অভিভাবক ঐক্যর উপর গুরুত্ব দিয়ে এসেছে তার তুলে ধরেন।উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন শীর্ষ নেতৃত্ব তুষার পঞ্চানন, অপরেশ ভট্টাচার্য,রবীন্দ্রনাথ ঘোষ,অশোক ঘোষ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সদস্য-সদস্যাগণ। এদিনের সভায় এবারের মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষায় সংগঠনের আঞ্চলিক শাখাস্তরের কৃতি প্রায় দুই শত পরীক্ষার্থীকে সম্বর্ধনা জানানো হয়।পাশাপাশি ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার সফলদের পুরস্কৃত করা হয়।অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সদর মহকুমা শাখার সম্পাদক শক্তি প্রসাদ মিত্র।অন্যদিকে সংগঠনের উদ্যোগে সমিতির জেলা দফতর গোলোকপতি ভবনে ২০১৮ সালে মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পাশ করা ছাত্র ছাত্রীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শনিবার বিকেলে। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক বিপতারণ ঘোষ,বিশিষ্ট সঙ্গীত শিল্পী আলোকবরণ মাইতি,সংগঠনের সদর মহকুমা সম্পাদক শক্তি প্রসাদ মিত্র, জেলা কোষাধ্যক্ষ সত্যকিংকর হাজরাসহ অন্যান্য নেতৃবৃন্দ।সঙ্গীত, বিতর্ক,দাবা, কুইজ প্রভৃতি বিষয়ে প্রতিযোগিতা হয়। জেলার বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা এতে যোগ দেন।প্রতিযোগিতাকে একটি অন্যমাত্রায় পৌঁছে দেয় মেদিনীপুর কুইজ কেন্দ্র পরিচালিত অডিও ভিস্যুয়াল কুইজ।কুইজে প্রথম হয় বিদ্যাসাগর বিদ্যাপীঠ, দ্বিতীয় হয় কে ডি কলেজের প্রথম বর্ষের পড়ুয়ারা,তৃতীয় হয় খড়্গপুরের সিলভার জুবিলি হাইস্কুল।কুইজ পরিচালনা করেন কুইজ মাস্টার মণিকাঞ্চন রায়, সুদীপ কুমার খাঁড়া, স্নেহাশীষ চৌধুরী,বিশ্বজিৎ কর্মকার,আল্পনা দেবনাথ বসু প্রমুখ। বিভিন্ন ইভেন্টর প্রথম স্থানাধিকারীরা আগামী ২৬ শে আগষ্ট রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে।রবিবারের অনুষ্ঠানে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584