নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
খয়েরবাড়ি বন সংলগ্ন গ্রামবাসীদের অভিযোগ, প্রতিনিয়ত হাতির দল এলাকায় ঢুকে ভেঙে তছনছ করে দিচ্ছে ঘর বাড়ি, নষ্ট করছে বিভিন্ন উৎপাদিত ফসল। এলাকায় প্রায় প্রতিনিয়ত হাতির হানায় অতিষ্ঠ এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ হাতি বের হলে সময় মতো বন দপ্তরের কর্মীদেরও পাওয়া যায় না।

এদিন বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে ফালাকাটার দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ খয়ের বাড়ি বন সংলগ্ন এলাকার বন সুরক্ষা কমিটির সদস্য সহ এলাকাবাসীদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো ।

বন সংলগ্ন ফালাকাটা ব্লকের দক্ষিণ দেওগাঁও এলাকায় এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মাদারিহাট রেঞ্জ অফিসার রামিজ রোজার , দক্ষিণ খয়েরবাড়ি বিট অফিসার আরিফ মন্ডল, দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান রোহিফুল আলম, বন সুরক্ষা কমিটির সভাপতি আমিরুল ইসলাম, সমাজ সেবী আহমেদ আলী, দ্বিজেন দেবনাথ, রঘুনাথ দাস সহ প্রমুখ।
আরও পড়ুনঃ পদত্যাগের ইচ্ছা প্রকাশ সিরাজের
এবিষয়ে মাদারিহাট রেঞ্জ অফিসার রামিজ রোজার জানান ,”এদিনের আলোচনা সভায় হাতি হানার সমস্যা সমাধান সহ এলাকার দুঃস্থ মানুষের সাহায্যার্থে বাসন পত্রের সেট এবং কিছু লাইট ও সোলার লাইটের ব্যবস্থা করা হয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584