কোচবিহারে পথ দুর্ঘটনায় মৃত্যু ছাত্রনেতার

0
174

মনিরুল হক, কোচবিহারঃ

পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তৃণমূল ছাত্র পরিষদের কোচবিহার জেলা সভাপতি তথা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নরেন দত্তের। মঙ্গলবার গভীর রাতে কোচবিহারে আসার পথে নিশিগঞ্জ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। তরুণ তুর্কি নেতার আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে জেলার রাজনৈতিক মহলে।

naren dutta | newsfront.co
নরেন দত্ত ৷ ফাইল চিত্র

জানা গিয়েছে এদিন কোচবিহার যাওয়ার পথে নিশিগঞ্জের কাছে গাড়ি রাস্তার পাশে ইলেক্ট্রিক খুঁটিতে ধাক্কা মারে। এরপর গাড়িটি পাশেই নয়ানজুলিতে পড়ে যায়। ওই গাড়িতে নরেন ছাড়াও ছিলেন দলের কর্মী শুভজিৎ রায় ও সম্রাট বর্মন। তাদেরও অল্প আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনার পর স্থানীয়রা তাদের কে উদ্ধার করে কোচবিহার এম জে এম হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি নরেন দত্ত কে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা ৷

আরও পড়ুনঃ হার্মাদ মুক্ত দিবস বর্ষপূর্তিতে পথসভায় শুভেন্দু অধিকারী

জানা গেছে, কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি তথা তৃণমূলের মুখপাত্র ছিলেন নরেন দত্ত ৷ দলকে শক্তিশালী করে তুলতে কোচবিহার জেলা তৃণমূলের মুখপাত্র করা হয় তাকে। খুব কম বয়সেই ছাত্র যুবদের আইকন হয়ে উঠেছিলেন এই লড়াকু ছাত্র নেতা। তার এই আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা জেলার রাজনৈতিক মহলে।

আরও পড়ুনঃ বুনিয়াদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে বাড়িতে ঢুকে পড়ল গাড়ি

জেলা ছাত্র নেতার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, অনগ্রসর কল্যাণ দপ্তরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ, রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ,তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায়, যুব তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, বর্ষীয়ান তৃণমূল নেতা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ, মির হুমায়ুন কোবির, নুর আলম হোসেন,তৃণমূল নেতা খোকন মিয়া, দিনহাটা পুরসভার কো-অর্ডিনেটর গৌরীশংকর মাহেশ্বরী, জয়দীপ ঘোষ প্রমুখ।

দলীয় সূত্রে জানা গিয়েছে আজ সকাল সাড়ে ১০ টায় প্রয়াত এই ছাত্র নেতার বাড়িতে মৃতদেহ নিয়ে যাওয়া হবে। তারপর বেলা সাড়ে এগারটা নাগাদ তার মৃতদেহ মাথাভাঙা মহাকুমা তৃণমূল কার্যালয়ের সামনে রাখা হবে। তাকে শেষ শ্রদ্ধা জানাবেন কর্মী সমর্থকরা। এরপর তার মৃতদেহ নিয়ে শোক মিছিল হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here