নিজস্ব সংবাদদাতা,ফরাক্কাঃ
ব্লক শিক্ষা দফতরের উদ্যোগে উচ্চ প্রথমিক শিক্ষার্থীদের বিজ্ঞান প্রদর্শনী হয়ে গেল ফারাক্কায়। এই ব্লকের চব্বিশটি বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেনী পড়ানো হয় কিন্তু আজ এই প্রদর্শনীতে আটটি মাধ্যমিক স্কুলের পড়ুয়ারা যোগ দেয়। বর্জনীয় প্লাস্টিক কি ভাবে কাজে লাগানো তার উপর চার্ট ও মডেল করে নিউ ফারাক্কা হাইস্কুল প্রথম স্থান , বাযু দূষণের উপর মডেল ও চার্ট করে নিশ্চিদ্রা হাইস্কুল দ্বিতীয় এবং শক্তি সংকট ও প্রাকৃতিক শক্তির মডেল ও চার্ট করে নুরজাহান হাই মাদ্রাসা তৃতীয় স্থান অধিকার করে।এই ধরনের গবেষনাকে উৎসাহ দিতে ফারাক্কা ব্লকের নতুন সহকারী পরিদর্শক মোস্তফিজুর রহমান মহাশয় উল্লেখযোগ্য মডেলের জন্য সফল ও কৃতী ছাত্রদের পুরস্কার তুলে দেয়।

অনুষ্ঠানে নিউ ফারাক্কা হাইস্কুলের টিচার ইনচার্জ বলেন, ‘‘ বিজ্ঞান প্রদর্শনীর মতো মহতী অনুষ্ঠানে আমাদের বিজ্ঞান সচেতনতা বাড়াবে কিন্তু বিজ্ঞান আছে এই রকম অনেক স্কুল অংশ গ্রহণ করেনি যেখানে পিছিয়ে পরা মহেশপুরের নিউ সেট আপ হাই মাদ্রাসা অংশ গ্রহণ করে তৃতীয় হল এই মাদ্রাসাটি আর পাঁচটির থেকে আলাদা। তিনি প্রদর্শনীতে অংশকারী ছাত্র ছাত্রীদের আরো উৎসাহিত করে সকল কে কেক প্রদান করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584