ছিঁচকাঁদুনে বৃষ্টিতে ব্যাহত পুজো-প্রস্তুতি

0
70

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

Disrupted puja-preparation for rain | newsfront.co
নিজস্ব চিত্র

প্রাকৃতিক দুর্যোগের কারণে মাথায় হাত ক্লাব কর্তা থেকে শুরু করে শিল্পীদের। হাতে গোনা আর কয়েকটা দিন। তারপর শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। প্রাকৃতিক দুর্যোগের কারণে বিগ বাজেটের মন্ডপ গুলির কাজও থমকে রয়েছে।

Disrupted puja-preparation for rain | newsfront.co
নিজস্ব চিত্র

বৃষ্টির কারণে কাজ করতে পারছেন না ঝাড়গ্রামের শিল্পীরা। ছিঁচকাঁদুনে বৃষ্টিতে বিঘ্নিত হচ্ছে পুজো-প্রস্তুতি। দফায় দফায় বৃষ্টিতে একদিকে যেমন মণ্ডপ তৈরির কাজ ব্যাহত হচ্ছে, তেমনি ঝাড়গ্রামের মৃৎশিল্পীদের কাজের গতি শ্লথ হচ্ছে। অথচ হাতে আর মাত্র কয়েকটা দিন। উৎসবমুখী মানুষ আঙুলের রেখায় দিনগোনা শুরু করে দিয়েছে।

Disrupted puja-preparation for rain | newsfront.co
নিজস্ব চিত্র

কলকাতার উত্তর থেকে দক্ষিণে বড় ও মাঝারি পুজোগুলির মণ্ডপ তৈরি শুরু হয়ে গিয়েছে। প্রতিমায় রঙের কাজ, মণ্ডপের জন্য লাগানো প্লাইউডে রঙের কাজ করাই যাচ্ছে না বৃষ্টির জ্বালায়।

Disrupted puja-preparation for rain | newsfront.co
নিজস্ব চিত্র

বাধ্য হয়ে মৃৎশিল্পীদের প্রতিমা শুকোতে হচ্ছে ব্লু ল্যাম্পের মাধ্যমে, এভাবে সকাল থেকে দফায় দফায় বৃষ্টি যদি আরও ক’দিন চলতে থাকে। তাহলে সময়ে কাজ শেষ করা বেশ চাপ হবে বলে দুশ্চিন্তায় পড়েছেন পুজো উদ্যোক্তারা।

Disrupted puja-preparation for rain | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ঝাড়গ্রামের পুজোয় এবার দেখা যাবে হাজার হাতের দুর্গা

Disrupted puja-preparation for rain | newsfront.co
নিজস্ব চিত্র

এক ক্লাব কর্তা জানিয়েছেন, ভেতরের কাজ প্রায় শেষ হয়েছে মন্ডপের। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বাইরের কাজ সম্পন্ন করতে পারছেনা শিল্পীরা। তারা চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব মণ্ডপসজ্জার কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here