মাথাভাঙায় ভিড় বাড়ছে কেনাকাটায়, দোকান বন্ধ করলো মহকুমা প্রশাসন

0
66

মনিরুল হক, কোচবিহারঃ

আবার সমস্ত দোকান বন্ধ করে দেওয়া হল মাথাভাঙায়। আজ মাথাভাঙার মহকুমা শাসক জিতিন যাদব রীতিমত নিজের গাড়িতে মাইক লাগিয়ে শহরের বিভিন্ন এলাকায় দোকান মালিকদের কাছে গিয়ে দোকান বন্ধ রাখার আবেদন জানান। শুধু তাই নয়, দোকান বন্ধ না করলে জোর পূর্বক বন্ধ করে দেওয়া হবে বলেও জানিয়ে দেন মহকুমা শাসক।

distract magistrate order to close shop in mathabhanga | newsfront.co
নিজস্ব চিত্র

সম্প্রতি লকডাউনে ছাড় দেওয়ার পর দোকান খোলা নিয়ে সরকারি যে নির্দেশিকা ছিল তাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে সমস্ত দোকানপাট খুলে দেওয়া হয়। এর ফলে ভিড় বাড়তে শুরু করে। ফলে সংক্রামক ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয় প্রশাসনিক মহলে।

distract magistrate order to close shop in mathabhanga | newsfront.co
নিজস্ব চিত্র

তারপরেই মহকুমা শাসকের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।গতকাল কোচবিহারেও মার্কেট কমপ্লেক্স গুলোতে দোকান খোলা নিয়ে বিধি নিষেধ থাকা স্বত্বেও দোকান খুলে ভিড় জমতে শুরু করছে দেখে জেলা সদর মহকুমা শাসক সঞ্জয় পাল নিজ উদ্যোগে দোকানপাট বন্ধ করে দেন। এদিন মাথাভাঙাতেও প্রশাসন সেই রাস্তায় হাঁটল।

আরও পড়ুনঃ ‘আরোগ্য সেতু’ বাধ্যতামূলক: কেন্দ্রের জবাব চাইল হাইকোর্ট

মাথাভাঙা ব্যবসায়ী সমিতির সভাপতি সঞ্জীব পোদ্দার বলেন, “মহকুমা শাসক অনুরোধ করে গেছেন আপাতত দোকান বন্ধ রাখতে।

আমরা প্রশাসনের নির্দেশ মেনে চলার জন্য সমস্ত ব্যবসায়ীদের অনুরোধ জানাচ্ছি। পরবর্তী সময়ে মহকুমা শাসকের সঙ্গে ব্যবসায়ী সমিতির আলোচনা হবে। আলোচনার পরে যা সিদ্ধান্ত হবে আমরা তা মেনে চলার চেষ্টা করবো।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here