রাতের অন্ধকারে চাষের জমি কেটে অবৈধ কয়লা উত্তোলন,ক্ষোভ

0
44

সুদীপ পাল,বর্ধমানঃ

ব্যক্তিগত জমি দখল করে কয়লা কাটার অভিযোগ উঠল পাণ্ডবেশ্বর শ্যামলায়।

distraction for  Illegal coal extraction,
ছবিঃ প্রতিবেদক

স্থানীয় বাসিন্দাদের দাবি, জামুরিয়া ব্লক প্রশাসন এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট-এর কাছে লিখিত অভিযোগ জমা দিয়েও কোনরকম লাভ হয়নি।স্থানীয় বাসিন্দা চিন্ময় ঘোষ অভিযোগ করেন, তাঁদের জমি খুঁড়ে কয়লা কেটেছে দুষ্কৃতীরা।ভোটের সপ্তাহ খানেক আগে কয়লা কাটা বন্ধ থাকলেও গননার পরে আবার কয়লা কাটা হবে তার প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে।

চাষীদের বক্তব্য,জমিতে ধান চাষ হয়।এইভাবে জমি খুঁড়লে একদিকে চাষের সময় যেমন সংকট দেখা দেবে অন্যদিকে জলস্তর নিচে নেমে যাবে।

আরও পড়ুনঃ রাতের ঝড়ে লণ্ডভণ্ড বারবিশা

সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য মনোজ দত্ত অভিযোগ করেন,অবৈধ কয়লা পাচার চলছে।স্থানীয় বাসিন্দারা একজোট না হলে এই অবৈধ কয়লা পাচার বন্ধ করা যাবে না।শাসকদলের নেতাদের এই অবৈধ খননে আছে বলে অভিযোগ উঠছে যদিও স্থানীয় তৃণমূল নেতা লালটু কাজী ও সিদ্ধার্থ রানা এই অবৈধ খননে দলের নেতা কর্মীদের হাত থাকার অভিযোগ অস্বীকার করেন।

তাঁরা বলেন,এভাবে কয়লা কাটা বন্ধ করার জন্য পাণ্ডবেশ্বর থানায় আবেদন জানানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here