সুদীপ পাল,বর্ধমানঃ
দিনের পর দিন এলাকায় আবর্জনা জমছে অথচ প্রশাসনের এলাকা পরিস্কার করার কোন উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ বাসিন্দাদের।কাঁকসার আড়া এলাকার ঘটনা। আগে আড়া গ্রাম হিসাবে পরিচিত ছিল কিন্তু বর্তমানে ধীরে ধীরে নগরজীবনের রূপ পাচ্ছে।তৈরি হচ্ছে বহুতল আবাসন। জনসংখ্যা বাড়লেও পঞ্চায়েত অন্তর্গত এই অঞ্চলে আবর্জনা ফেলার বিষয়টি নিয়ে প্রশাসন নজর দিচ্ছে না বলে এলাকার বাসিন্দারা বলছেন।
প্রশাসন আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা করেনি ফলে যেখানে সেখানে পড়ে থাকছে বর্জ্য তাতে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে অন্যদিকে এলাকা জুড়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। তাতে টেকা দায় হচ্ছে বলে মন্তব্য আড়ার বাসিন্দাদের।কাঁকসা পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি পূর্ণিমা বাউরি বলেন, এই সমস্যা কাঁকসার বিভিন্ন এলাকায় রয়েছে। সমস্যা দ্রুত মেটানো হবে।এলাকার মানুষরা বলছেন সমস্যার সমাধান না করলে বর্ষাকালীন রোগের প্রকোপে পড়বে এলাকার বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584