সুদীপ পাল, বর্ধমানঃ
আধুনিক বাংলা ব্যান্ডের একটি জনপ্রিয় গান হলো, ‘বন্ধু। তোমার দেখা নাই’। সেই গানেরই যেন বাস্তব প্রতিফলন দেখা যাচ্ছে দুর্গাপুরের হাসপাতালে। রোগীরা আসছেন ফিরে যাচ্ছেন অথচ ডাক্তারবাবুর দেখা নেই। দুর্গাপুর পুরসভার পারুলিয়ার মাতৃসদনে গত দু’সপ্তাহ ধরে চিকিৎসকের দেখা মিলছে না বলে অভিযোগ।
বহির্বিভাগ নয়, ‘ইন্ডোর’ চিকিৎসার পরিকাঠামোও গড়া হয়েছিল। রোগী ভর্তি রাখার জন্য শয্যার ব্যবস্থা আছে অথচ চিকিৎসকের অভাবে শুধুমাত্র বহির্বিভাগ পরিষেবাই চালু ছিল এখানে। গত দু’সপ্তাহ ধরে তা-ও বন্ধ বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা।রোগীরা আসছেন। কিন্তু ফাঁকা ডাক্তারবাবুর ঘর। ফলে বাধ্য হয়ে ফিরে যেতে হচ্ছে।
ইন্ডোর পরিষেবা চালু না হওয়ায় গর্ভবতীদের সমস্যায় পড়তে হচ্ছে বলে জানা যায়৷
জানা যায়, দু’জন চিকিৎসক এখানে বহির্বিভাগে রোগী দেখতে আসতেন। তাঁর মধ্যে যিনি স্থায়ী চিকিৎসক ছিলেন, তাঁকে পুরসভার অন্য স্বাস্থ্যকেন্দ্রে সম্প্রতি বদলি করে দেওয়া হয়েছে। অস্থায়ী চিকিৎসক আসছেন না।
আরও পড়ুনঃ নদীর তলায় আবাসন বিলীন হওয়ার আশঙ্কায় অবরোধ চা শ্রমিকরা
পুরসভার গড়ে তোলা এই স্বাস্থ্যকেন্দ্রে কেন চিকিৎসক নেই? তার উত্তরে জানা যায়, মাতৃসদন-সহ পুরসভার নানা স্বাস্থ্যকেন্দ্রের জন্য চিকিৎসক চেয়ে একাধিক বার বিজ্ঞাপন দেওয়া হলেও সাড়া মেলেনি। ফলত চিকিৎসকের অভাব পূরণ হয়নি। যদিও মেয়র দিলীপ অগস্তি দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584