মনিরুল হক, কোচবিহারঃ
দিনহাটার একটি মদের দোকানে ভাঙচুর করল এলাকার ক্ষুব্ধ মহিলার। বৃহস্পতিবার সন্ধ্যায় দিনহাটা শহরের মদনমোহন বাড়ি বাইপাস মোড় সংলগ্ন এলাকায় ওই মদের দোকানে ভাঙচুর করা হয়।
ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিলে দিনহাটা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দিনহাটা শহরের বাইপাস রোডের মদনমোহন বাড়ি মোড় সংলগ্ন এলাকায় একটি মদের দোকানের উদ্বোধন হয।
আরও পড়ুনঃ ঝাড়খন্ড মডেলে এরাজ্যে সরকারি মদের দোকান,আশঙ্কায় মদ ব্যবসায়ী
স্থানীয় বাসিন্দারা ওই এলাকায় মদের দোকান করতে চাওয়ায় প্রথম থেকেই বিরোধিতার করছিলেন। কিন্তু তারপরেও গতকাল ওই মদের দোকানদের উদ্বোধন হওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠেন এলাকার মহিলারা। আজ সন্ধ্যায় গিয়ে তাঁরা ওই দোকানে ভাঙচুর করে বলে অভিযোগ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নতুন গড়ে ওঠা ওই মদের দোকানটির পাশেই রয়েছে একটি শিশুদের একটি স্কুল রয়েছে। এমন কি দোকানটির উল্টোদিকেই গৌড় গোবিন্দ আশ্রম বলে একটি মন্দির রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, ওই এলাকায় মদের দোকান গড়ে উঠলে এলাকার পরিবেশ নষ্ট হবে। স্থানীয় এক বাসিন্দা বলেন, জনবসতি পুণ্য এলাকায় কি করে মদের দোকানের অনুমতি দেওয়া হয় এটা বুঝতে পারছিনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584