তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর সভার কালিয়াগঞ্জ শহরের সমস্ত স্তরের খেলা ধুলার প্রসারের স্বার্থে ১৭টি ওয়ার্ডের ছেলেমেয়েদের জন্য পৌরসভা থেকে খেলার সামগ্রী দেবার সিদ্ধান্ত নিল।শুক্রবার কালিয়াগঞ্জ পৌরসভার মিটিং হলে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা কার্তিক চন্দ্র পাল বলেন কালিয়াগঞ্জ শহরে বর্তমানে খেলাধুলার চর্চা পূর্বের তুলনায় অনেক গুন বৃদ্ধি পেয়েছে।
কালিয়াগঞ্জ পৌরসভা সেই কারণে পৌর সভার পক্ষ থেকে প্রতিটি ওয়ার্ডে ছেলেমেয়েদের মধ্যে খেলাধুলায় আরো বেশি বেশি করে উৎসাহ সৃষ্টি হয় সেদিকে লক্ষ রেখে ফুটবল,ভলিবল,ব্যাডমিন্টন,কাবাডি,খোখো খেলার সমস্ত রকম সামগ্রী ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে খুব শীঘ্রই দেবার ব্যবস্থা করবে বলে পৌরপিতা কার্তিক চন্দ্র পাল জানান।পৌরপিতা কার্তিক পাল বলেন শুধু খেলা ধুলার সামগ্রী দিয়েই তাদের দায়িত্ব শেষ করতে চায়না।
আরও পড়ুনঃ বিএসএফের খেলা সামগ্রী প্রদান অনুষ্ঠান
খেলাধুলার সামগ্রী দেবার পর ওয়ার্ডের ছেলে মেয়েরা প্রতিদিন বিকালে খেলাধুলা করছে কিনা তা দেখবার জন্য একটি মনিটারিং সেল থাকবে যারা প্রতিটি ওয়ার্ডে প্রতিনিয়ত খোঁজ খবর নেবে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ছেলে মেয়েরা সত্যি সত্যিই খেলা ধুলা নিয়মিত করছে কি না।
পৌরপিতা বলেন, “আমাদের কালিয়াগঞ্জ শহরে অনেক প্রতিভাবান ছেলে মেয়েরা আছে যাদের খেলাধুলার সাজ সরঞ্জাম না থাকার কারনে খেলা ধুলার প্রতি আগ্রহ থাকলেও খেলাধুলা সেভাবে অংশগ্রহণ করেনা।ফলে তাদের মধ্যে প্রতিভা থাকলেও তার বিকাশ ঘটাবার সুযোগ তারা পায়না।
পৌরপিতা বলেন কালিয়াগঞ্জ পৌরসভার পক্ষ থেকে আমরা খুব শীঘ্রই ফুটবল, ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার আসর পূজার আগেই শুরু করবেন বলে জানান।কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা খেলাধুলার প্রসারে কালিয়াগঞ্জ শহরের খেলাধুলার জন্য এই অভিনব সিদ্ধান্ত নেওয়ায় কালিয়াগঞ্জের সমস্ত স্তরের মানুষ পৌর সভার পৌর পিতাকে অভিনন্দন জানিয়েছেন।
কালিয়াগঞ্জ ফুটবল একাডেমির সম্পাদক তরুণ গুহ পৌর পিতার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌর পিতা শুধু মুখেই খেলা ধুলার কথা বলেনা তিনি অন্তর থেকে যে খেলাধুলার উন্নয়ন ঘটাতে চান আজকের সিধান্ত তার উজ্বল দৃষ্টান্ত।আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার উপ-পৌরপিতা বসন্ত রায় এবং ৭ নম্বর ওয়ার্ডের কমিশনার অমিত দেবগুপ্ত।এমন উদ্যোগে খুশি এলাকাবাসী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584