হরষিত সিংহ,মালদহঃ
বিদ্যালয় পরিষ্কার রাখতে রাখতে নির্মল বাংলা প্রকল্পের মাধ্যমে সাফাই উপকরণ বিলি ইংরেজবাজার পুরসভায়। রাজ্য সরকারের নির্দেশে জেলা গুলিতে শুরু হয়েছে এই প্রক্রিয়া । বুধবার ইংরেজবাজার পুরসভার পক্ষ থেকে শহরের একশো আটটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে তুলে দেওয়া হল সাফাই উপকরণ সামগ্রী। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ সহ অনান্য আধিকারিকেরা।
ইংরেজবাজার শহরে মোট একশোটি বিদ্যালয়ে চালু রয়েছে মিডডে মিল ব্যবস্থা। বর্তমানে শহরের বিদ্যালয় গুলির মিডডে মিলের দেখভাল করে পুরসভা। রাজ্য সরকারের নির্দেশে মিডডে মিল প্রকল্পে রান্নার সামগ্রী থেকে পড়ুয়াদের থালা গ্লাস বিতরণ করা হয়েছে। এবার নতুন সংযোজন সাফাই উপকরণ। বিদ্যালয় গুলির পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন করতে নির্মল বাংলা প্রকল্পের মাধ্যমে এই নতুন পরিকল্পনা গ্রহন করা হয়েছে। এদিন নতুন প্রকল্পে ফিনাইল, ঝাড়ু, নখ কাটার মেশিন, বাসন পরিষ্কারের সাবান, বালতি সহ মোট তেরোটি সাফাই উপকরণ দেওয়া হয়। পুরসভা সূত্রে জানা গিয়েছে প্রতি মাসে বিদ্যালগুলির চাহিদা মত সাফাই উপকরণ বিতরণ করা করা হবে। পাশাপাশি বিদ্যালয় গুলির চারিপাশের আগাছা নিয়মিত পরিষ্কারের আবেদন জানান চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ। প্রযোজন পড়লে পুরসভার পক্ষ থেকে সাফাই কর্মী পাঠানোর কথা জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584