শ্যামল রায়,বর্ধমানঃ
পঞ্চায়েত ভোট পর্ব মিটে যেতেই আরো একহাজার যুবতীর বিয়ের জন্য তাদের পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার তোড়জোড় শুরু করেছে জেলা প্রশাসন ।
বৃহস্পতিবার এমনটাই জানা গিয়েছে জেলা প্রশাসন সূত্রে । জানা গিয়েছে যে আবেদনপত্র পরীক্ষা-নিরীক্ষার কাজ প্রায় সম্পন্ন হওয়ার পথে।খুব শীঘ্রই উপভোক্তাদের হাতে ঐ বরাদ্দকৃত টাকা তুলে দেওয়া হবে ।
একমাসে রূপশ্রী প্রকল্পে পূর্ব বর্ধমান জেলায় পাঁচ কোটি ৩২ লক্ষ টাকা ইতিমধ্যেই বিলি করা হয়েছে ।
পঞ্চায়েত ভোটের জন্য গ্রামঞ্চলে রূপশ্রী প্রকল্পের আবেদনকারীদের হাতে অর্থ তুলে দেওয়া যায়নি তাই এই অর্থ তুলে দেওয়া হলো ভোট পর্ব শেষ হতেই।
প্রসঙ্গত উল্লেখ যে, নাবালিকা বিয়ে আটকানোর পাশাপাশি আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের মেয়ের বিয়েতে এই ধরনের আর্থিক সাহায্য করার বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৮-১৯ আর্থিক বছরের পয়লা এপ্রিল থেকে রাজ্যজুড়ে আবেদনপত্র নেওয়ার কাজ শুরু করেছিলেন রূপশ্রী প্রকল্পে।
এই রূপশ্রী প্রকল্পে ব্যাপক সাড়া মিলেছে রাজ্যজুড়ে উপকৃত হয়েছেন বহু মানুষ। কন্যাদায়গ্রস্ত পিতাএই অর্থ পেয়ে তাদের মেয়ে বিয়েতে খরচা করেছেন।
পূর্ব বর্ধমান জেলায় এখনো পর্যন্ত হাজারের বেশি আবেদনপত্র জমা পড়েছে। রূপশ্রী প্রকল্পে আবেদনের হিড়িক দেখে জেলা প্রশাসন প্রথমে দু’কোটি টাকা চেয়ে পঠায়। এপ্রিল মাসেই রাজ্য সরকার রূপশ্রী প্রকল্পের জন্য ২ কোটি ৩২ লক্ষ টাকা বরাদ্দ করেছিল এবং দ্বিতীয় দফায় আবারো টাকা চেয়ে আবেদন করে জেলা প্রশাসন সেক্ষেত্রেও ৩ কোটি টাকা পাঠায় রাজ্য সরকার।
জেলা প্রশাসন সূত্রে আরো জানা গিয়েছে যে ইতিমধ্যে বর্ধমান পৌরসভা ৬০ জন কাটোয়া পৌরসভা ১১৬ জন সহ জেলায় ছটি পুরসভায় মোট দেড়শ জনকে রূপশ্রী প্রকল্পে প্রায় ৪০ লক্ষ টাকা দেয়া হয়েছে এছাড়াও গ্রামাঞ্চলেও আরো হাজার খানেক যুবতীকে মাথাপিছু ২৫হাজার টাকা করে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
এছাড়াও কালনা ২ নম্বর ব্লকের রূপশ্রী প্রকল্পে প্রচুর টাকা বিলি করা হয়েছে। পূর্বস্থলী ১ নম্বর ব্লকে রূপশ্রী প্রকল্পে গরিব কন্যা গ্রস্ত পিতার হাতে টাকা তুলে দেওয়া হয়েছে জানিয়েছেন বিদায়ী সভাপতি দিলীপ মল্লিক। এই রূপশ্রী প্রকল্পে কন্যাদায়গ্রস্ত অনেক পিতা মিডিয়ার ব্যাপারে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বলে জানা গিয়েছে।
সর্বশিক্ষা মিশনের জেলা প্রকল্প আধিকারিক শারদুতি চৌধুরী রূপশ্রী প্রকল্পের অফিসার ইনচার্জ হিসেবে কাজ করছেন তিনি জানিয়েছেন যে আমরা দুই দফায় রূপশ্রী প্রকল্পে ৫ কোটি ৩২ লক্ষ টাকা পেয়েছি এবং বিলি করা হয়েছে।
জেলায় ছয়টি পৌরসভা এলাকায় রূপশ্রী প্রকল্পে প্রায় দেড়শ উপভোক্তাকে ইতিমধ্যেই মাথাপিছু ২৫ হাজার টাকা করে দেয়া হয়েছে ।
তবে এই প্রকল্প নিয়ে শাসক দলের নেতাকর্মীরাও খুব খুশি বলে জানা গিয়েছে।
রাজ্যের অন্যতম মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন যে বিবাহযোগ্য মেয়েদের বিয়েতে আর্থিক সাহায্য করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রূপশ্রী প্রকল্পটি চালু করেছেন এর ফলে গ্রামের গরিব মানুষ তাদের মেয়ের বিয়ের ব্যাপারে চিন্তাভাবনা করতেন কিন্তু অর্থ না থাকার কারণে সমস্যায় পড়তেন কিছুটা হলেও সরকারিভাবে আর্থিক সাহায্য পেয়ে ভীষণ ভাবে উপকৃত হচ্ছেন মেয়েদের বাবা-মা।
এই প্রকল্পটি ইতিমধ্যেই পূর্ব বর্ধমান জেলায় অদ্ভূতভাবে সাড়া মিলেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584