পুলিশের উদ্যোগে বন্ধ মুজনাই চা বাগানে কম্বল বিতরণ

0
49

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

মাদারিহাট পুলিশের মানবিক মুখ দেখল বন্ধ চা বাগানের দুস্থ শ্রমিকরা। শীত নিবারনে বন্ধ বাগানের দুস্থ শ্রমিকদের পাশে দাঁড়াল মাদারিহাট পুলিশ। রবিবার জেলা পুলিশের উদ্যোগে এবং মাদারিহাট পুলিশের ব্যবস্থাপনায় মাদারিহাট বীরপাড়া ব্লকের বন্ধ মুজনাই চা বাগানে বিলি করা হল কম্বল।

কম্বল বিতরণ। নিজস্ব চিত্র

এদিন সকাল থেকেই কম্বল নেবার জন্য শ্রমিকদের  লম্বা লাইন পরে যায়। মাদারিহাট থানার ওসি অনির্বান মজুমদারের নেতৃত্বে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে ৩৫০ টি কম্বল বিলির পাশাপাশি ১ হাজার শ্রমিকদের পর্যাপ্ত পরিমানে আহারের ব্যবস্থা  করা হয়।

পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী। নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকগন , তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সঞ্জীব দত্ত, ব্লক নেতৃত্ব দ্বীপ নারায়ন সিনহা, উৎপল রায় সহ জন প্রতিনিধি বৃন্দ।

মধ্যাহ্ন ভোজন। নিজস্ব চিত্র

এদিন জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠি জানান, “স্বামী বিবেকানন্দের জন্ম দিনটিকে আমরা বেছে নিয়েছি। স্বামীজির মূলমন্ত্র ছিল মানব ধর্ম। বন্ধ বাগানকে বেছে নিয়ে ৩৫০ জন দুস্থ শ্রমিকদের হাতে কম্বল তুলে দেবার পাশাপাশি ১ হাজার শ্রমিকের আহারের ব্যবস্থা করেছি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here