উৎসব উপলক্ষ্যে বস্ত্রের সাথে শিক্ষা সামগ্রী প্রদান

0
74

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

distribution of clothes and study materials for puja | newsfront.co
নিজস্ব চিত্র

নতুন জামা-কাপড় আর শিক্ষা সামগ্রী পেয়ে হাসি ফুটল পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের সোতেরডাঙ্গা শিশু শিক্ষা কেন্দ্রের কচি কাঁচাদের মনে।

distribution of clothes and study materials for puja | newsfront.co
নিজস্ব চিত্র

পিতৃপক্ষের অবসান ও মাতৃপক্ষের সূচনার প্রারম্ভে শনিবার মহালয়ার দিনে মেদিনীপুরের স্বেচ্ছাসেবী সংস্থা প্রচেষ্টার উদ্যোগে শিরোমণি গ্রাম পঞ্চায়েতের সোতেরডাঙা শিশু শিক্ষা কেন্দ্রের সমস্ত শিক্ষার্থীদের হাতে নতুন পোশাক, শিক্ষা সামগ্রী , সিলিং ফ্যান প্রদান করা হয়। পাশাপাশি এলাকার বেশ কিছু দুঃস্থ মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। ছিল সমস্ত শিক্ষার্থী ও অন্যান্যদের জন্য মিষ্টি মুখ ও মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থাও।

distribution of clothes and study materials for puja | newsfront.co
নিজস্ব চিত্র

“প্রচেষ্টার” যাত্রা শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে শুভদীপ রায় ও সায়ন চক্রবর্তীর হাত ধরে। তাঁদের এই প্রচেষ্টাকে মহীরুহতে পরিণত করতে যারা সাহায্য করছেন এবং শনিবারের অনুষ্ঠান যাঁদের উপস্থিততে সাফল্য মন্ডিত হয়ে উঠে তাঁরা হলেন দেবারতি মূখার্জ্জী, সৌমিক মহন্ত, সৈকত ভূঁঞ্যা, সায়ক ভূঁঞ্যা ইন্দ্রনীল রায় নির্মাল্য চক্রবর্তী, স্নেহাসিশ ভৌমিক, পলি ভট্টাচার্য বোস, প্রসূন দে, আলেয়া রক্ষিত, শুভময় দে, অনির্বাণ খান, সুভাষচন্দ্র কর, সুদীপ কুমার খাঁড়া, দেবপ্রিয় দাস, অনীরুদ্ধ সরকার, অনির্বাণ মুখার্জ্জী, শুভজিৎ রায় ও অন্যান্যদের সাহায্যে।

distribution of clothes and study materials for puja | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ দুঃস্থ লোধা-শবর খুদে পড়ুয়াদের বস্ত্র উপহার

distribution of clothes and study materials for puja | newsfront.co
নিজস্ব চিত্র

এরই পাশাপাশি এদিন সাঁওতালী নৃত্যেগীত সহযোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার হাতে প্রচেষ্টার তরফে বিদ্যাসাগরের জীবনী মূলক পুস্তক তুলে দেন শিক্ষক সুদীপ কুমার খাঁড়া।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here