স্বাস্থ্য কর্মীদের পোশাক বিতরণ

0
62

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

distribution of clothes to the health workers
নিজস্ব চিত্র

সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর সভার ১৭ টি ওয়ার্ডের(এইচ এইচ ডব্লিউ),স্বাস্থ্য কর্মীদের প্রত্যেকের হাতে পোশাক তুলে দিলেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপিতা কার্তিক চন্দ্র পাল।পৌরপিতা পৌর সভার মহিলা স্বাস্থ্য কর্মীদের উদ্দেশ্যে বলেন,”আপনাদের স্বাস্থ্য পরিষেবার উপরে অনেক মানুষ নির্ভরশীল।তাই পৌর সভার স্বাস্থ্য পরিষেবা নিয়ে কোন রকম অভিযোগ আমার কাছে যেন না আসে।ঔষধের কোন খামতি নেই।কোন রকম সমস্যা হলে সরাসরি আমার সাথে কথা বলবেন।”স্বাস্থ্য কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন,”আমরা যে কোন সময় যে কোন পৌর সভার স্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শন করতে যাবো।সুতরাং নিজের কাজ সম্পর্কে সবসময় দায়িত্বশীল হতে হবে।”
অপর দিকে একই দিনে পৌরপিতা কার্তিক চন্দ্র পাল পৌরসভার অধীন ৪১টি বিদ্যালয়ের মিড-ডে মিলের রন্ধনকারীদের প্রত্যেককে ৩টি করে অ্যাপ্রন এবং ১টি করে মিড-ডে মিলের চাল রাখবার ড্রাম প্রদান করেন।

আরও পড়ুনঃ দাঁতনে প্রতিবন্ধীদের ট্রাই-সাইকেল বিতরণ

জানা যায় ৪১টি বিদ্যালয়ের মধ্যে ৬টি হাইস্কুল,৮টি জুনিয়ার হাই স্কুল,১০টি এস এস কে স্কুল এবং ২৩টি প্রাথমিক বিদ্যালয়ের রন্ধনকারীদের এই সমস্ত জিনিস দেওয়া হয়।দুটি অনুষ্ঠানেই কার্তিক পাল ছাড়াও উপস্থিত ছিলেন উপ-পৌর পিতা বসন্ত রায়,পৌর সভার নির্বাহী আধিকারিক জনার্দন বর্মন,কমিশনার অমিত দেবগুপ্ত ও তমাল কৃষ্ণ রায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here