চেতনা সংঘের খাদ্য দ্রব্য বিতরণ

0
53

পিয়া গুপ্তা, উত্তর ২৪ পরগণাঃ

উত্তর দিনাজপুর জেলার করনদীঘি ব্লকের রাজবংশী চেতনা সঙ্ঘের উদ্দ্যোগে হত দরিদ্র মানুষদের মধ্যে রবিবার খাদ্য দ্রব্য বিতরণ করা হয়।করনদীঘির মিজাতপুর, আলমপুর, লক ডাউনের জেরে বন্ধ দোকান, ফুরিয়ে গেছে খাদ্য সামগ্রী। এমন অনেক গরীব পরিবার গুলোর মধ্যে ১০০ জনকে চাল, ডাল,সরিষার তেল, মুড়ি ,সাবান দেওয়া হলো, চেতনা সংঘ থেকে।

old lady |newsfront.co
নিজস্ব চিত্র

সংঘের কর্মকর্তারা বলেন আগামী দিনে আরো তারা খাদ্য সামগ্রী তুলে দেবেন গরীব মানুষদের মধ্যে। চেতনা সংঘের কর্মকর্তা সত্যেন সিংহ, বলেন আমরা নিজের উদ্যোগে চাল-ডাল সবকিছু দিচ্ছি।

rice dal |newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ আইসোলেশন ক্যাম্পের জায়গা পরিদর্শন

মোট তিন চারদিন ধরে ৫০০ বাড়িতে এবং যারা কাজ করতে পারছে না বিধবা এবং বয়স্ক মহিলারা এবং বয়স্ক গুরুজনরা এবং যাদের মা-বাবা মারা গেছে তাদের পরিবার গুলোকে আমরা দিচ্ছি। এই খাদ্য বিতরনের কাজে উপস্থিত ছিলেন ঝাকু সিংহ,কাত্তিক সিংহ সহ আরো অনেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here