নিজস্ব সংবাদদাতা, কোচবিহারঃ
মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি, জয়পুরের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের বিনামূল্যে কৃত্রিম অঙ্গ সংযোজন, হুইল চেয়ার এবং শ্রবণযন্ত্র বিতরণ করা হচ্ছে কোচবিহার রামকৃষ্ণ বয়েজ হাই স্কুল থেকে। শুক্রবার ২০ ডিসেম্বর থেকে শুরু করে ২২ ডিসেম্বর পর্যন্ত এই ক্যাম্প চলবে।
এই ক্যাম্পের ব্যবস্থাপনায় রয়েছে জেলা প্রশাসন কোচবিহার। ট্রাই-সাইকেল, হুইল চেয়ার, কৃত্রিম হাত-পা ও ওয়াকার দেওয়া হবে এই ক্যাম্প থেকে। অনুষ্ঠানের সূচনা করেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান। জয়পুরের এই সংস্থা গোটা ভারতবর্ষে কৃত্রিম অঙ্গ বিনামূল্যে দিয়ে থাকেন। মন্ত্রী গৌতম দেবের নির্দেশে গোটা উত্তরবঙ্গে এই কর্মসূচি চলছে।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক-সহ দুই অতিরিক্ত জেলা শাসক ও সমাজকল্যাণ বিভাগীয় আধিকারিকরা। অনুষ্ঠান মঞ্চ থেকে তিন জনের হাতে কানের মেশিন তুলে দেন জেলাশাসক। কর্মসূচি প্রসঙ্গে পবন কাদিয়ান বলেন, কোচবিহারে এই উদ্যোগ জেলা প্রশাসনের মাধ্যমে প্রথমবার নেওয়া হয়েছে। জেলায় ৪০০ থেকে ৫০০ জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের হাতে এই সহযোগিতা তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
জেনারেল ইনসিওরেন্স কোম্পানি সম্পূর্ণ প্রকল্পের আর্থিক ব্যবস্থা করেছেন। তিন দিনব্যাপী এই সহযোগিতা প্রদান কর্মসূচি চলবে। এই সহযোগিতা পেতে গেলে অবশ্যই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সাথে আনতে হবে নিজস্ব পরিচয় পত্র এবং বিকলাঙ্গ হওয়ার প্রমাণপত্র।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584