নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
নেপাল সরকার সীমান্ত এলাকায় ফেনশিন ও ভূটান সরকার সীমান্তে ফেনশিন উদ্যোগ নিচ্ছে এর ফলে বন্যপ্রাণ গতিবিধিতে বাধা হচ্ছে আজ দীপাবলি উপলক্ষে মাদারিহাট রেঞ্জের পক্ষ থেকে দুঃস্থ দের মধ্যে শীতবস্ত্র ও নুতন বস্ত্র প্রদান অনুষ্ঠানে যোগ দিতে এসে একথা বললেন রাজ্যের বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন।
আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাদারিহাট রেঞ্জে দুঃস্থদের শীতবস্ত্র প্রদান করা হয় প্রদান করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন ফালাকাটা বিধায়ক অনিল অধিকারি সহ বনদফতরের আধিকারিকগণ।
বনমন্ত্রী জানান বর্তমানে বন্যপ্রাণ জীবনযাত্রার বিঘ্ন ঘটছে হাতিরা পরিব্রাজক প্রাণী তারা এক জায়গায় থাকেনা ঘুড়েবেড়ায় আসামের জঙ্গল থেকে হাতির দল পশ্চিমবঙ্গে আসে ভূটানে জঙ্গলে যায় নেপালের জঙ্গলে যায় কিন্ত নেপাল সরকার তাদের সীমান্তে জঙ্গলে ২২ কিমি ফেনশিন দিয়েছে ভূটান ও ফেনশিন দিচ্ছে এর ফলে বন্যপ্রাণ যেতে পারছেনা এবং তাদের জীবনযাত্রার বিঘ্ন ঘটছে এবং এর ফলস্বরূপ হাতির হানা পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।বনমন্ত্রী জানান আমরা মানুষরাই বন্যপ্রাণ যে প্রকৃতি তাদের যে গতিবিধি সেটাতে বাধা প্রয়োগ করছি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584