ভগবানগোলায় শীতবস্ত্র বিতরণ

0
61

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদের ভগবানগোলায় দুটি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে উন্নতমানের শীতবস্ত্র বিতরণ করা হল।

প্রতি বছরের মতো এ বছরও মুর্শিদাবাদের আজমল ফাউন্ডেশন ও ঈশা ফাউন্ডেশন যৌথ উদ্যোগে এই কর্মসূচিতে এগিয়ে আসে। আজমল ফাউন্ডেশন-এর কো-অর্ডিনেটর মুফতি মোঃ নাজমুল হক সাহেবের নেতৃত্বে আজ ভগবানগোলায় শীতবস্ত্র বিতরণ করা হল।

শীতবস্ত্র দান। নিজস্ব চিত্র

আজকে ভগবানগোলা হাই স্কুলে ভগবানগোলা, লালগোলা, রানীতলা ব্লকের ১২০০ জনকে শীতবস্ত্র দান করা হয়। প্রচন্ড ঠান্ডায় শীতবস্ত্র পেয়ে জেলার বিভিন্ন ব্লকের জনসাধারণ খুবই খুশি হয়েছেন।

এ দিন ঐতিহ্যবাহী সমাজসেবী সংগঠন ভগবানগোলা ব্লক জমিয়ত উলামা হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা সহিদুল সাহেব কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

উপস্থিত সহিদুল সাহেব বলেন, “মুফতি নাজমুল হক সাহেব মুর্শিদাবাদের সমস্ত ব্লকে চরম পরিশ্রম করে চলেছেন। এমন মহান মানবকে পেয়ে আমরা চরম খুশি। তাঁর মাধ্যমে জেলাবাসী দারুণভাবে উপকৃত হচ্ছেন। তাই এলাকাবাসীর তরফ থেকে আমি আসামের সাংসদ,পীরে কামিল ও সমাজসেবী মাওলানা বদরুদ্দিন আজমল সাহেব, মুফতি মোঃ নাজমুল হক সাহেব-সহ আজমল ফাউন্ডেশন ইশা ফাউন্ডেশন এর সমস্ত সমাজসেবীদের জন্য আবেগ ভরা প্রার্থনা জানাই।”

এছাড়াও উপস্থিত ছিলেন মুফতি নাজমুল হক, মাওলানা সহিদুল ইসলাম, ইসমাঈল, তারিফ মহালদার, আজমল ফাউন্ডেশনের সহকর্মী মাওলানা আব্দুল খাবির ও হাফিজ রবিউল, মাহমুদূল হাসান, সাহাবুদ্দিন, হাফেজ ইলিয়াস, হাফেজ আনসার, নাজির সাহেব-সহ আরও অনেকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here