মনিরুল হক, কোচবিহারঃ
বনমহোৎসব উপলক্ষ্যে বন দফতরের তরফে সাধারণ মানুষকে গাছের চারা বিতরণ করা হল মাথাভাঙ্গায়। বৃহস্পতিবার সাধারণ মানুষের পাশাপাশি মাথাভাঙ্গার সাংবাদিকদেরও গাছের চারা প্রদান করা হয়। এদিন সাংবাদিকদের হাতে চারাগাছ তুলে দেন মাথাভাঙ্গার রেঞ্জ অফিসার বাবলু দাস। এদিন প্রত্যেককে ৫ টি করে চারা গাছ দেওয়া হয়। মূলত ফুল ও ফলের চারা বেশি প্রদান করা হচ্ছে বলে জানা গিয়েছে।
সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন স্কুল, ক্লাব বা প্রতিষ্ঠানের আবেদন অনুযায়ী ১০০ টি করে চারা গাছ বিলি করা হচ্ছে বলে মাথভাঙ্গা বন বিভাগ সূত্রে জানা গিয়েছে। বন দপ্তরের মাথাভাঙ্গা রেঞ্জ অফিসার বাবলু দাস বলেন, “অরণ্য সপ্তাহ উপলক্ষ্যে ১৪-২০ জুলাই পর্যন্ত বনমহোৎসব পালন করা হয়।
বন দফতরের পক্ষ থেকে গাছ লাগানো পাশাপাশি সাধারণ মানুষকে লাগানোর জন্য চারা দেওয়া হয়। আগামীকাল পর্যন্ত যারা চারা নিতে আসবে সবার হাতে চারা গাছ তুলে দেওয়া হচ্ছে। ফুল ও ফলের চারা বেশি করে দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584