অর্ধেন্দু বিশ্বাস,মুর্শিদাবাদঃ



চলছে পিকনিক!রান্নাবান্নার তোড়জোড়, পাশে লাউড স্পিকার দিয়ে চলছে নাচ গান। ঝাঁ চকচকে প্ল্যাস্টিকের পাতায় হবে খাওয়া দাওয়া।চলছে প্রস্তুতি!হঠাৎ একদল যুবক যুবতি এসে ঝড়ের মতো প্ল্যাস্টিকের পাতাগুলি তুলে নিল। ভাবছেন চোর ডাকাত? খাবার কাড়তে এসেছে?না এরা সেরকম কেউ নয়। এরা ওয়াইল্ড লাইফ কনর্জাভেশন মুর্শিদাবাদ এবং বর্ধমানের উইঙ্গইস নামে পরিবেশবান্ধব সংস্থার সদস্যরা।যারা মিশন গ্রিণ পিকনিক অভিযানের মাধ্যমে প্ল্যাস্টিকের বর্জন ও শালপাতার ব্যবহারের ওপর গতকাল চালতীয়া বিল সংলগ্ন এলাকায় ও আজ বিষ্ণুপুর কালিবাড়ি এলাকায় প্রচার চালায়। সেই সাথে চল্লিশ জনের বাহিনী প্রায় চারশো শালপাতার প্যাকেট ও নশো শালপাতা বিলি করে।সেই সাথে শব্দদূষণ ও প্ল্যাস্টিকের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে যারা বনভোজনে এসেছিলেন তাদেত সচেতন করেন।উদ্যোক্তাদের মধ্যে বিট অফিসার মুর্শিদাবাদ(দক্ষিণরেঞ্জ),অমিত সিংহ রায়,অনির্বান তালুক,স্নেহাশীষ চ্যাটার্জী প্রমুখ।পরিবেশ নিয়ে তাদের এই প্রয়াস দিশা দেখাচ্ছে সমাজকে।


আরও পড়ুন: এই সন্ধ্যা যেন শেষ না হয়,বইমেলা ঘিরে সীমান্ত লালগোলার কামনা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584