ছটপূজা উপলক্ষে শাড়ি বিতরণ খড়িবাড়িতে

0
89

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

হাতে গুনে আর মাত্র কয়েকদিন বাকি ছটপূজার। আর সেই কথা মথায় রেখে শনিবার খড়িবাড়ি ছটপূজা কমিটির পক্ষ থেকে ১৫০ জন দুস্থ মহিলাদের শাড়ি বিতরন করা হল। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়িবাড়ি থানার ওসি ভুষন ছেত্রী,খড়িবাড়ি ব্লকের বি এম ও এইচ ফিলিপ মিঞা ,খড়িবাড়ি ছটপূজা কমিটির সম্পাদক ভতর জসওয়াল ও সকল সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিরা। এদিন শাড়ি পেয়ে খুশি মহিলারা ।

দুঃস্থদের শাড়ি বিতরণ। নিজস্ব চিত্র

সব শেষে খড়িবাড়ি ছটপূজা কমিটির সম্পাদক ভরত জেসওয়াল বলেন যে প্রতি বছরই তারা ছটপূজার সময় দুস্থ মহিলাদের শাড়ি বিতরন করেন। আর ঠিক তেমনই এই বছরও করা হল। তারা চান সকলেই খুব আনন্দের সঙ্গে উৎসবের দিনগুলো কাটাক।

আরও পড়ুনঃ হলং নদীর ধারে ছট পূজার আয়োজন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here