নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা।এই দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরের শ্যামসংঘ ভবনে।সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সম্পাদক সুখরঞ্জন দে।সুখরঞ্জন বাবু তাঁর বক্তব্যে বলেন,দীর্ঘ লড়াই-আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বস্তিবাসীদের বসবাসের নিরাপত্তা ও সামাজিক উন্নয়ন মূলক যে অধিকার প্রতিষ্ঠা করা হয়েছিল,বর্তমান সময়ে কেন্দ্র ও রাজ্য সরকারের ভ্রান্ত নীতি,শাসকদলের গা জোয়ারী পদক্ষেপ এবং অসাধু প্রমোটার রাজে সেই অধিকারকে খর্ব ও হরণ করার গভীর চক্রান্ত চলছে।
তিনি বস্তীবাসীদের স্বার্থে সমস্ত স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কে সাথে নিয়ে সংগঠনের নেতৃত্বে তীব্র গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।তিনি তাঁর বক্তব্যে খড়গপুর রেল কলোনীর বস্তি গুলোর নানা সমস্যা তুলে ধরেন। তিনি আরও বলেন বস্তীবাসীদের দৈনন্দিন কমপক্ষে তিনশো (৩০০) টাকা মজুরি সহ কমপক্ষে দুশো(২০০) দিনের কাজের গ্যারিন্টির দায়িত্ব কেন্দ্র ও রাজ্য সরকারকে নিতে হবে। সম্মেলনে পেশ হওয়া সম্পাদকীয় প্রতিবেদনের উপর আটটি আঞ্চলিক শাখার প্রতিনিধির অংশ নেন।সম্মেলন শেষে চব্বিশ সদস্যের নতুন জেলা কমিটি গঠিত হয়।সম্পাদক ও সভাপতি পদে যথাক্রমে নির্বাচিত হন কমল ঘোষ ও অশোক সাঁতরা।জি রামবাবু,মানস মিদ্যা ও অশোক সাঁতরাকে নিয়ে গঠিত সভাপতিমন্ডলী সভা পরিচালনা করেন।
আরও পড়ুনঃ দক্ষিন দিনাজপুর জেলা পরিষদের স্থায়ী সমিতি গঠন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584