শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
করোনা মোকাবিলায় আজ থেকে নতুন করে লকডাউন শুরুর মুখে ৪৭ টি কনটেনমেন্ট জোন ঘোষণা করলো দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। গতকাল প্রশাসনের তরফে জেলার বালুরঘাট, গঙ্গারামপুর ও বুনিয়াদপুর এই তিনটি পুরসভার সবকটি ওয়ার্ডকেই কনটেনমেন্ট জোন করার কথা ঘোষণা করা হলেও আজ বিকেলে এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে তিনটি পুরসভার সব ওয়ার্ড কনটেনমেন্ট জোন বাতিল করে নির্দিষ্ট করে মাত্র কয়েকটি ওয়ার্ডকে কনটেনমেন্ট জোন করা হচ্ছে বলে জানানো হয়। পাশাপাশি জেলার বিভিন্ন ব্লকের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক বেশ কিছু কনটেনমেন্ট জোন মিলিয়ে মোট ৪৭ টি কনটেনমেন্ট জোন আজ বিকেল ৪ টে নাগাদ জেলা প্রশাসনের তরফে সাংবাদিক বৈঠকে জানানো হয়।
বালুরঘাট পুরসভার ২৫ টি ওয়ার্ডের মধ্যে মোট ১০ টি ওয়ার্ডকে কনটেনমেন্ট জোন করা হয়েছে। সেগুলি হল ১, ৪, ৬, ৮,১২, ১৩,১৪,১৫, ১৯ ও ২১ নম্বর ওয়ার্ড।
অপরদিকে গঙ্গারামপুর পুরসভার ১৮ টি ওয়ার্ডের মধ্যে মাত্র ২ টি ওয়ার্ডকে কনটেনমেন্ট জোন করা হয়েছে। সেগুলি হল ৮ নম্বর ও ১৮ নম্বর ওয়ার্ড। পাশাপাশি বুনিয়াদপুর পুরসভার ১৪ টি ওয়ার্ডের মধ্যে মাত্র দুটি ওয়ার্ড কনটেনমেন্ট জোনের আওতায় নিয়ে আসা হয়েছে। ওয়ার্ড দুটি হল ২ ও ৮।
আরও পড়ুনঃ এবার কলকাতা লেদার কমপ্লেক্স থানায় করোনা হানা, আক্রান্ত ওসি সহ ৫ জন পুলিশকর্মী
এর পাশাপাশি জেলার ৮ টি ব্লকের মধ্যে মাত্র একটি বংশিহারী ব্লক বাদ দিয়ে ৭ টি ব্লকের বেশ কিছু গ্রাম পঞ্চায়েত এলাকাকে জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। কুমারগঞ্জ ব্লকের তিনটি গ্রাম, রামকৃষ্ণপুরের গ্রাম পঞ্চায়েতের অধীন চক্রমারাই গ্রাম। ভোয়োর গ্রাম পঞ্চায়েতের অধীন নারায়নপুর ও সীতাহারের দুটি গ্রামকে কনটেনমেন্ট জোন করা হয়েছে।
গঙ্গারামপুর ব্লকের ১০ টি গ্রামকে কনটেনমেন্ট জোন করা হয়েছে। সেগুলি হল উদয় গ্রাম পঞ্চায়েতের অধীন মোস্তাফাপুর ও পঞ্চগ্রাম-পটাইদীঘি। গঙ্গারামপুর জিপি -র গোপালপুর গ্রাম। চালুন জিপি -র প্রাণ সাগর ও সিলিমপুর গ্রাম। বেলবাড়ি জিপি -২ এর উত্তর নারায়নপুর ও মহারাজপুর গ্রাম। অশোকগ্রাম জিপি -র দুমুথাফরিদপুর গ্রাম।এছাড়াও দুমদুমা জিপি -র রঘুনাথবাটি ও রামচন্দ্রপুর গ্রাম দুটি রয়েছে।
বালুরঘাট ব্লকের ৯ টি গ্রামকে কনটেনমেন্ট জোন হিসেবে দেখানো হয়েছে আজকের জারি করা বিজ্ঞপ্তিতে। সেগুলি হল জলঘর জিপি -র চককাশি গ্রাম। পতিরাম জিপির ঝাপুসি গ্রাম। বোল্লা জিপি র বিকেচ (দলদাস) ও বানহাট গ্রাম। চেঙ্গিসপুর জিপির পূর্ব হরিহরপুর গ্রাম।ভাটপাড়া জিপি -র গাজিপুর ও মধ্য খিদিরপুর (শিবমন্দির) গ্রাম। চকভৃগু গ্রাম পঞ্চায়েতের চন্দ্রদৌউলা ও চকচন্দন গ্রাম।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর আশ্বাসে সমস্ত চিকিৎসা শুরু হওয়ায় কর্মবিরতি উঠে গেল মেডিক্যাল কলেজে
তপন ব্লকের মধ্যে ৫ টি গ্রাম রয়েছে জোনে। এগুলি হল গুড়াইল জিপির হলদিদীঘি গ্রাম। চন্ডিপুর জিপি -র কালিভাগ গ্রাম। আজমতপুর জিপির মানহলী গ্রাম। হরশুরা জিপি -র সুহরী ও হরসুরা গ্রাম।
কুশমন্ডি ব্লকের মাত্র দুটি গ্রামকে চিহ্নিত করে কনটেনমেন্ট জোন করা হয়েছে। এগুলি হল কুশমন্ডি জিপির মাঝাপাড়া গ্রাম এবং মালিগাও জিপির নানহাপাড়া গ্রাম।
হরিরামপুর ব্লকের ২ টি গ্রাম পড়েছে এই কনটেনমেন্ট জোনের মধ্যে। বাগিচাপুর জিপি -র গুরখইয়ের ও সৈয়দপুর জিপি -র সৈয়দপুর গ্রাম।
আরও পড়ুনঃ একাধিক দাবিতে ডেপুটেশন ‘অ্যাবেকা’ -র
হিলি ব্লকেরও ২ টি গ্রাম কে কনটেনমেন্ট জোন করা হয়েছে। বিনশিরা জিপি -র পূর্ব মুস্তাফাপুর ও বিনশিরা গ্রাম।
জানা গিয়েছে এই ৪৭ টি কনটেনমেন্ট জোন এলাকা গুলিতে আজ বিকেল থেকেই কঠোর ভাবে লকডাউন মেনে চলার জন্য প্রশাসনের তরফে পুলিশ ও স্থানীয় প্রশাসনের তরফে মাইকিং করে জনগণকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি লকডাউন চলাকালীন অত্যাবশ্যকীয় দোকান বাদে অন্যান্য দোকান হাট, অফিস, বন্ধ থাকার নির্দেশ বজায় রয়েছে আজকের নির্দেশিকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584