সাড়ে তিন লক্ষ মেট্রিকটন ধান ক্রয়ের লক্ষ্য মাত্রা জেলা প্রশাসনের

0
70

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

District Administration buying three and half million metric tons of rice
নিজস্ব চিত্র
District Administration buying three and half million metric tons of rice
জেলা শাসক ড.পি উলগানাথন।নিজস্ব চিত্র

মুর্শিদাবাদ জেলা প্রশাসনের আয়োজনে বহরমপুর রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে রবিবার বিকেলে জেলার একটি রিভিউ মিটিং করা হয়। জেলা শাসক ডক্টর পি উলগানাথন,মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন,জেলা কৃষি কর্মদক্ষ শাহনাজ বেগম ও জেলা খাদ্য কর্মাধ্যক্ষ মইদুল ইসলাম, অতিরিক্ত জেলা শাসক (এল আর) অংশুল গুপ্তা সহ জেলার সমস্ত এসডিও,বিডিও,এম এল এ,রাইস মিলের কর্তৃপক্ষ,জেলা ফুড সাপ্লাই নিয়ে এই আলোচনা সভা করা হয়।রাজ্য সরকারের খাদ্য সাথী প্রকল্পের আওতায় আনার লক্ষ্যে এই মিটিং।মুর্শিদাবাদ জেলা কৃষি প্রধান জেলা, জেলা কৃষক ভাইদের সাথে রাজ্য সরকারের পক্ষ থেকে ধান কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। এই জেলা থেকে জেলার বিভিন্ন ব্লকে ধান ক্রয় করা হচ্ছে। মুর্শিদাবাদ জেলাতে প্রায় সাড়ে আট হাজার মেট্রিক টন ধান উৎপন্ন হয়। এ জেলাতে প্রায় সাড়ে তিন লক্ষ মেট্রিকটন ধান জেলা প্রশাসনের উদ্যোগে ক্রয় করা হবে।

District Administration buying three and half million metric tons of rice
জেলা সভাধিপতি মোশারফ হোসেন।নিজস্ব চিত্র

আরও পড়ুন: ধর্ষনে বাধা দেওয়ায় হত্যা কিশোরীকে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here