জেলার কৃতিদের সংবর্ধনা আধিকারিকদের

0
44

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

congralute student | newsfront.co
নিজস্ব চিত্র

রাজ্যে মাধ্যমিকের মেধা তালিকায় থাকা দক্ষিণ দিনাজপুর জেলার পঞ্চম, অষ্টম ও দশম স্থান অধিকারী ছাত্র ছাত্রীদের জেলা প্রশাসনের তরফে সংবর্ধনা জানানো হয়। আজ বিকেলে জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স প্রেক্ষাগৃহে সামাজিক দূরত্ব বজায় রেখে এক ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে জেলা থেকে মাধ্যমিকের মেধা তালিকায় থাকা বংশীহারী হাই স্কুলের ৬৮৮ পেয়ে পঞ্চম স্থানাধীকারি অংকিত সরকার, ৬৮৬ পেয়ে অষ্টম স্থানে থাকা সিওল হাই স্কুলের মহঃ তাহিনুজ্জমান ও ৬৮৩ নম্বর পেয়ে দশম স্থানে থাকা বালুরঘাট গার্লস হাই স্কুলের রুপসা সাহাকে জেলা শাসক নিখিল নির্মল তাদের ফুল ও মিষ্টির প্যাকেটের পাশাপাশি এক ডজন ফেলুদা গল্পের বই হাতে তুলে দিয়ে তাদের মাধ্যমিকে মেধা তালিকায় নিজেদের স্থান করে নেওয়ার জন্য সংবর্ধনা জানান। পাশাপাশি কলকাতা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পাঠানো একটি শুভেচ্ছা বার্তা সূচক শংসাপত্র তিনি কৃতি ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেন।

আরও পড়ুনঃ সিবিএসই- তে নজরকাড়া সাফল্য রায়গঞ্জের সারদা বিদ্যামন্দিরের

student | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মাধ্যমিকের মেধা তালিকায় কোচবিহারের ৩ কৃতী

জেলা শাসক নিখিল নির্মল ছাড়াও এদিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে জেলার দুই অতিরিক্ত জেলা শাসক, বালুরঘাটের মহকুমা শাসক ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গণ উপস্থিত থেকে কৃতি ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের ভবিষ্যত জীবনে এগিয়ে যাওয়ার সাফল্য কামনা করেন।

মাধ্যমিকের দুই কৃতি অংকিত ও রুপসা দুজনেই জানিয়েছে তারা ভবিষ্যতে ডাক্তারি নিয়ে পড়তে চায়। তারা ডাক্তার হতে চায় শুনে উপস্থিত জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক সুকুমার দে খুব খুশি হন। তিনি তাদের এই পেশায় আসার ইচ্ছা প্রকাশ করার জন্য শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি বলেন, “আমি চাই তোমরা ডাক্তার হয়ে এই জেলায় ফিরে এসে মানুষের জন্য বৃহত্তর পরিষরে কাজ কর। তাহলেই তোমরা তোমাদের সার্থকতা পাবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here