আদিবাসী গ্রামগুলির সমস্যা সমাধানে তৎপর জেলা প্রশাসন

0
38

সুদীপ পাল, বর্ধমানঃ

আদিবাসী গ্রামগুলিতে সরকারি পরিষেবা সঠিকভাবে পৌঁছাচ্ছে কিনা এবার তা সরেজমিনে দেখবে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। মহকুমা শাসক ও বিডিওরা গ্রামে গ্রামে ঘুরে তৈরি করবেন প্রজেক্ট রিপোর্ট। কারা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন তৈরি করা হবে তালিকা। জেলাশাসককে জমা দেওয়া হবে সেই তালিকা। তারপর সমস্যাগুলো নিয়ে আলোচনা করে সমাধান করা হবে।

District administration is working to solve the problems
গ্রাম পরিদর্শনে জেলা প্রশাসন। নিজস্ব চিত্র

জেলাশাসক শশাঙ্ক শেঠি বলেন, বেশকিছু পরিষেবা থেকে অনেক মানুষ বঞ্চিত হয়েছেন। জেলার সমস্ত ব্লকগুলিতে সরকারি পরিষেবা পর্যালোচনার জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে। সেই মতো শুরু হবে কর্মসূচি।

জেলা প্রশাসন সূত্রের দাবি জেলার ১০০ দিনের কাজে ৫০ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। প্রায় কুড়ি লক্ষ শ্রম দিবস সৃষ্টি হয়েছে। এছাড়া ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পের প্রায় ৭৪ হাজার শৌচালয় নির্মাণ করা হয়েছে। যা লক্ষ্যমাত্রার ১০০ শতাংশ। পরিষেবা থেকে যাতে কেউ বঞ্চিত না হয় সেজন্য এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here