সবং-এ প্রস্তাবিত মাদুর হাবের এলাকা পরিদর্শন

0
57

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং পঞ্চায়েত সমিতির অফিসে উন্নয়ন প্রসঙ্গে একটি সভা হয়। যেখানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার এডিএম ডেভলপমেন্ট সৌভিক ব্যানার্জি, খড়্গপুর মহকুমার এসডিও আজমল হোসেন, রাজ্যসভার সাংসদ ডাক্তার মানস ভুঁইয়া,বিধায়ক গীতা রানী ভুঁইয়া, বিডিও তুহিন শুভ্র মহান্তি,পঞ্চায়েত সমিতির সভাপতি হাজরা বিবি সহ কর্মাধ্যক্ষগন।

inspection | newsfront.co
পরিদর্শন ৷ নিজস্ব চিত্র

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ডেবরাতে একটি প্রশাসনিক মিটিং-এ এসেছিলেন সেখানে সবং এর বিধায়ক গীতা ভূঁইয়া, সবং ব্লকের যেহেতু বেশিরভাগ মানুষ মাদুরকাজের সঙ্গে এবং চাষের সঙ্গে যুক্ত, তাই সবং ব্লকে একটা মাদুর হাব তৈরি করে দেওয়ার জন‍্য অনুরোধ করেছিলেন। বাংলার মুখ্যমন্ত্রী কথা রেখেছেন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে দুই একর জায়গা মাদুর হাব তৈরির জন্য দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ নারায়ণগড়ে বিজেপির অনুষ্ঠানে শুভেন্দু ঘনিষ্ঠ তৃণমূল নেতার উপস্থিতি ঘিরে এলাকায় চাঞ্চল্য

বৃহস্পতিবার সেই জায়গা পরিদর্শন করলেন জেলা প্রশাসনের আধিকারিকরা। সেই সঙ্গে মাদুর হাব তৈরির জন্যএকটি উন্নত মানের কমিটিও তৈরি করে দিয়ে গেলেন। যে কমিটির মেন্টর মহকুমা শাসক আজমল হোসেন। উপদেষ্টা কমিটির সদস্য হলেন ডাক্তার মানস ভুঁইয়া,সদস্য গীতা ভুঁইয়া, বিডিও, ওসি, বিএলআরও পি ডি সাহেব, পূর্ত কর্মাধ্যক্ষ সবং।

কাজ অবিলম্বে শুরু করতে বলেছেন টাকা অনেকদিন ধরে মেদিনীপুরে ব্যাংকে পড়ে আছে। জেলা প্রশাসনের এই উদ্যোগকে ডাক্তার মানস ভূঁইয়া এবং বিধায়ক গীতা ভুঁইয়া ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুনঃ উদাসীন প্রশাসন, ফালাকাটায় ফুটপাত দখল মুক্ত করতে পথে ব্যবসায়ী সমিতি

সঙ্গে সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে আবার প্রমাণ হলো তিনি বাংলার উন্নয়নের এক নম্বর কান্ডারী এবং তিনি উন্নয়ন পছন্দ করেন তাই এইরকম একটি ব্লক কে অফিসারদের পাঠিয়ে একদিনের মধ্যে কমিটি তৈরি করে কাজে নামার দিক নির্দেশ করলেন ।

পশ্চিম মেদিনীপুর জেলার এডিএম ডেভলপমেন্ট বলেন মাদুর চাষের সঙ্গে যুক্ত মা-বোনেরা খুবই উপকৃত হবেন। সবং এর দীর্ঘদিনের একটি স্বপ্ন বাস্তবে রূপায়িত হতে চলেছে। যেখানে দু লক্ষ ৯২ হাজার মানুষের মধ্যে এক লক্ষ নব্বই হাজার মানুষ মাদুর চাষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here